প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)
‘এমন ভাঙন জীবনেও দেহি নাই। বাড়িঘর সরানোর সময় পর্যন্ত দেয় না। সারা রাত ঘুমাতে পারি নাই। কেবল একটাই চিন্তা কখন যে ঘরসহ বসতভিটা নদীতে চলে যায়।
ভোররাত থেকে ঘর ভাঙা শুরু করেছি, খাওয়া দাওয়া নাই। শেষ সম্বলটুকু রক্ষা করতে পারব কিনা জানি না। ছেলে-মেয়ে নিয়ে কোথায় আশ্রয় নিব, ভাবতেই কান্না আসে।’ কথাগুলো বলছিলেন পিপুলিয়া গ্রামের আব্দুল মান্নান ফকির (৭০)। তাঁর মতো অনেকেই ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার হয়ে দিশেহারা। কেউ মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
গাইবান্ধার ফুলছড়ির পিপুলিয়া গ্রামে ব্যাপক নদীভাঙন দেখা দিয়েছে। এবারের বর্ষায় ওই এলাকার ৩ শতাধিক পরিবারের বসতভিটা ব্রহ্মপুত্রের পেটে চলে গেছে। নদীপাড়ের মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। ঈদের আগের দিন থেকে ভাঙন শুরু হয়েছে। তবে গত শনিবার পর্যন্ত ৪৫ পরিবারের ঘরবাড়ি, ফসলি জমিসহ গাছপালা ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে। ঝুঁকির মুখে পড়েছে একটি আদর্শ গ্রাম, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মসজিদ, একটি ঈদগাহ মাঠ, কয়েকশ পরিবারের ঘরবাড়িসহ শত শত একর ফসলি জমি।
ভাঙন এলাকার লোকজন জানান, ঈদের পর থেকে রোববার সকাল পর্যন্ত ৫৭টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। মানুষগুলো আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন উঁচু ফাঁকা স্থানে আশ্রয় নিচ্ছেন।
সরেজমিন দেখা যায়, পিপুলিয়া গ্রামের সবাই নদী পাড়ে বসে চোখে শুধু ভাঙনের দৃশ্য দেখছেন। আর ঝুঁকির সম্মুখীন পরিবারগুলো বাড়িঘর, আসবাবপত্র ও গাছপালাসহ সম্ভাব্য জিনিসপত্র সরাতে ব্যস্ত।
পিপুলিয়া গ্রামের আব্দুল মজিদ (৭০) বলেন, ২০ বছর আগে নদীভাঙনে জমিজমা বসতভিটা হারিয়ে এখানে এসে ঠাঁই নিয়েছিলাম। কিন্তু এবারের ভাঙনে এখান থেকেও বিতাড়িত হলাম। স্ত্রী, চার ছেলে, এক মেয়ে নিয়ে কোথায় গিয়ে আশ্রয় নিব, বলতে পারছি না।
একই গ্রামের আনোয়ারা বেগম বলেন, নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে এক আত্মীয়ের বাড়িতে ছাপড়া তুলে স্বামী-সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এখন কি করব কোথায় যাব ভেবে দুচোখে অন্ধকার দেখছি। প্রায় একই ধরনের কথা বলেন ভাঙনের শিকার সুরুজ্জামান, বেলাল হোসেন, আবুল কাশেম, মাজেদা বেগম, মালেক উদ্দিনসহ অনেকে।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল বলেন, এবারের ভাঙনে পিপুলিয়া গ্রামে ৩ শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। গৃহহীন পরিবারগুলো উঁচু স্থানে অথবা অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। ভাঙন কবলিত এলাকার লোকজনের মাঝে জিআর ও ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থসহ চাল বিতরণ করা হয়েছে।
‘এমন ভাঙন জীবনেও দেহি নাই। বাড়িঘর সরানোর সময় পর্যন্ত দেয় না। সারা রাত ঘুমাতে পারি নাই। কেবল একটাই চিন্তা কখন যে ঘরসহ বসতভিটা নদীতে চলে যায়।
ভোররাত থেকে ঘর ভাঙা শুরু করেছি, খাওয়া দাওয়া নাই। শেষ সম্বলটুকু রক্ষা করতে পারব কিনা জানি না। ছেলে-মেয়ে নিয়ে কোথায় আশ্রয় নিব, ভাবতেই কান্না আসে।’ কথাগুলো বলছিলেন পিপুলিয়া গ্রামের আব্দুল মান্নান ফকির (৭০)। তাঁর মতো অনেকেই ব্রহ্মপুত্র নদের ভাঙনের শিকার হয়ে দিশেহারা। কেউ মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়ে পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
গাইবান্ধার ফুলছড়ির পিপুলিয়া গ্রামে ব্যাপক নদীভাঙন দেখা দিয়েছে। এবারের বর্ষায় ওই এলাকার ৩ শতাধিক পরিবারের বসতভিটা ব্রহ্মপুত্রের পেটে চলে গেছে। নদীপাড়ের মানুষ ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন। ঈদের আগের দিন থেকে ভাঙন শুরু হয়েছে। তবে গত শনিবার পর্যন্ত ৪৫ পরিবারের ঘরবাড়ি, ফসলি জমিসহ গাছপালা ব্রহ্মপুত্রের গর্ভে বিলীন হয়েছে। ঝুঁকির মুখে পড়েছে একটি আদর্শ গ্রাম, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মসজিদ, একটি ঈদগাহ মাঠ, কয়েকশ পরিবারের ঘরবাড়িসহ শত শত একর ফসলি জমি।
ভাঙন এলাকার লোকজন জানান, ঈদের পর থেকে রোববার সকাল পর্যন্ত ৫৭টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। মানুষগুলো আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন উঁচু ফাঁকা স্থানে আশ্রয় নিচ্ছেন।
সরেজমিন দেখা যায়, পিপুলিয়া গ্রামের সবাই নদী পাড়ে বসে চোখে শুধু ভাঙনের দৃশ্য দেখছেন। আর ঝুঁকির সম্মুখীন পরিবারগুলো বাড়িঘর, আসবাবপত্র ও গাছপালাসহ সম্ভাব্য জিনিসপত্র সরাতে ব্যস্ত।
পিপুলিয়া গ্রামের আব্দুল মজিদ (৭০) বলেন, ২০ বছর আগে নদীভাঙনে জমিজমা বসতভিটা হারিয়ে এখানে এসে ঠাঁই নিয়েছিলাম। কিন্তু এবারের ভাঙনে এখান থেকেও বিতাড়িত হলাম। স্ত্রী, চার ছেলে, এক মেয়ে নিয়ে কোথায় গিয়ে আশ্রয় নিব, বলতে পারছি না।
একই গ্রামের আনোয়ারা বেগম বলেন, নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে এক আত্মীয়ের বাড়িতে ছাপড়া তুলে স্বামী-সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছি। এখন কি করব কোথায় যাব ভেবে দুচোখে অন্ধকার দেখছি। প্রায় একই ধরনের কথা বলেন ভাঙনের শিকার সুরুজ্জামান, বেলাল হোসেন, আবুল কাশেম, মাজেদা বেগম, মালেক উদ্দিনসহ অনেকে।
ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল বলেন, এবারের ভাঙনে পিপুলিয়া গ্রামে ৩ শতাধিক পরিবার নিঃস্ব হয়েছে। গৃহহীন পরিবারগুলো উঁচু স্থানে অথবা অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। ভাঙন কবলিত এলাকার লোকজনের মাঝে জিআর ও ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থসহ চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে মেহেদী হাসান রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে নিহতের স্ত্রী বাড়ির মালিককে ডেকে বলেন তার স্বামী অসুস্থ। বাড়ির মালিক ও স্থানীয় লোকজন গিয়ে দেখেন মেহেদী হাসান ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত...
৩ মিনিট আগেরাজাপুর গ্রামের সামসুদ্দিন বিশ্বাসের বাড়ি থেকে দুইদিন আগে পানির মোটর চুরি হয়। সামসুদ্দিনের বাড়ির লোকজন রুপল শেখকে চোর সন্দেহ করে। শুক্রবার সন্ধ্যায় শালিসের কথা বলে রুপলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সামসুদ্দিনের ছেলেরা। এরপর ঘরে বন্দি করে পিটিয়ে আহত করে। রুপলের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা তাকে উদ্ধার..
১ ঘণ্টা আগেচাঁদপুরে তালিকাভুক্ত খামারির সংখ্যা ৩ হাজার ৭৭০ জন। তাদের খামারে উৎপাদিত হয়েছে ৪২ হাজার ৪৯৭টি গরু এবং ১৯ হাজার ৬০১টি ছাগল, ভেড়া ও অন্যান্য পশু। এর মধ্যে ষাঁড় ২৪ হাজার ২৪৭ টি, বলদ ৭ হাজার ৭৮১ টি, গাভী ১০ হাজার ৪৬৯ টি, মহিষ ২১৭ টি, ছাগল ১৮ হাজার ৪৫৮ টি, ভেড়া ৮৩০টি ও অন্যান্য পশু ৯৬ টি।
১ ঘণ্টা আগেশিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রাথমিক শিক্ষা গ্রহণে মসজিদ ভিত্তিক গণশিক্ষার গুরুত্ব রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রকল্পের শিক্ষক-কর্মচারী ও কর্মকর্তারা ৫ মাস ধরে বেতন-ভাতা পান না। বিভিন্ন সময় দাবি করেও বেতন ভাতা মেলেনি। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন স্বল্প বেতনভুক্ত এসব শিক্ষক...
১ ঘণ্টা আগে