রাত-ভোরে পান বিকিকিনি
যে সময়ে বেশির ভাগ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, সেই নিঝুম রাতের আঁধার পেরিয়ে ছুটতে থাকেন বারাই ও ব্যাপারীরা। কেউ বিক্রি করবেন, কেউ কিনবেন। আশা নিয়ে কেউ কেউ আগের দিনই পৌঁছে যান সেখানে। অক্টোবরের এক ভোরে, ঠিক পাঁচটায় রওয়ানা দিই সে হাটের উদ্দেশে। যে অটোরিকশা পেলাম তার চালক আগেই একবার রেখে এসেছেন এক বার