নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনিয়মের অভিযোগ এনে গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। এবার কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি গঠনের তথ্য সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা আমরা এখনো জানি না। অনিয়মের কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।’
নির্বাচনে ভোটগ্রহণ বন্ধের পর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিইনি। ঢাকা থেকে সিসি ক্যামেরা ফুটেজে ভোটগ্রহণে অনিয়মের ঘটনা দেখেই নির্বাচন বন্ধ করা হয়েছে।’
ভোটগ্রহণ বন্ধের পর কোনো চাপের সম্মুখীন হয়েছেন কী-না এমন প্রশ্নে সিইসি জানান, কোনো চাপে নেই। নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি। এর পরপরই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেন।
অনিয়মের অভিযোগ এনে গতকাল বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে দেয় নির্বাচন কমিশন (ইসি)। এবার কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটি গঠনের তথ্য সাংবাদিকদের জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের বলেন, ‘কী কারণে অনিয়মের ঘটনা ঘটেছে তা আমরা এখনো জানি না। অনিয়মের কারণ জানতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।’
নির্বাচনে ভোটগ্রহণ বন্ধের পর পর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে সিইসি বলেন, ‘আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নিইনি। ঢাকা থেকে সিসি ক্যামেরা ফুটেজে ভোটগ্রহণে অনিয়মের ঘটনা দেখেই নির্বাচন বন্ধ করা হয়েছে।’
ভোটগ্রহণ বন্ধের পর কোনো চাপের সম্মুখীন হয়েছেন কী-না এমন প্রশ্নে সিইসি জানান, কোনো চাপে নেই। নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও ভোটগ্রহণে অনিয়মের অভিযোগে বুধবার গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তার আগে ৪৪টি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করেছিল ইসি। এর পরপরই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন বাদে সবাই ভোট বর্জন করেন।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন সতর্ক করে বলেছে, সাবাহ প্রদেশে যাওয়ার আগ্রহী কর্মীদের কোনো প্রতারক চক্রের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হতে এবং তাদের সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
১ ঘণ্টা আগেরাষ্ট্র কাঠামো সংস্কারে ৩০ রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দ্বিতীয় ধাপে ২৩ দিনের সংলাপে ১৯টি বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে ১১টি বিষয়ে নোট অব ডিসেন্ট (আপত্তির নোট) দেওয়ার কথা জানিয়েছে বিএনপিসহ একাধিক দল। গত ২ জুন ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের উদ্বোধন করেন
৩ ঘণ্টা আগেরাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করে এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে সেনাবাহিনী।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফ নেগোসিয়েশনে বাংলাদেশ ভারতের চেয়ে ৫ শতাংশ কম শুল্ক পাওয়া অসামান্য অর্জন বলে মনে করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই অর্জনের জন্য ব্যবসায়ী মহল সরকারকে প্রাপ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
৬ ঘণ্টা আগে