দেশে গণতন্ত্র না থাকায় মন্দিরে হামলা হয়: কুমিল্লায় বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেছেন, দেশে গণতন্ত্র না থাকার কারণে মন্দিরে হামলা হয়। তারা বিনা ভোটে নির্বাচিত হয়, ভোটের জন্য তাদের কারও কাছে যেতে হয় না। তাই ভুল লোক নির্বাচিত হয়। তাদের কোনো জবাবদিহি নেই। মন্দিরে হামলা করে তারা (আওয়ামী লীগ), আর মামলা হয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে।