সাভার (ঢাকা) প্রতিনিধি
গণতন্ত্রের কথা বলে অন্যরা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চীন কখনোই এমন করে না।’ আজ বুধবার দুপুর ১২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৭০০ সেট এনএস-১ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তরের পর এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।
চীন-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বন্ধুত্বপূর্ণ হবে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, ‘কিছু মানুষ বলে তাঁরা নাকি বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি যত্নশীল। তারাই আবার বাংলাদেশের ওপর স্যাংশন দিচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু চায়না কখনই এমন করেনা। অন্যরা স্যাংশন দিয়ে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে চাপে ফেলছে।’
এসব টেস্ট কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাওয়ার কারণে চীনা দূতাবাস বাংলাদেশকে এ উপহার দিয়েছে। চীন বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে ২৫ মিলিয়ন চীনা মুদ্রা (৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেবে। আজ তার শুরু, ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে।
এর আগে বিক্সস সম্মেলনে চায়না রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেঙ্গু প্রতিরোধী কীট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এটা কি সাধারণ মানুষ বিনা মূল্যে পাবে কি না জানতে চাইলে এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম বলেন, ‘বেসরকারি খাতে আসা অনুদান সরকারের নীতি অনুযায়ী আমরা ব্যবহার করব। সেটা জেনে নিতে হবে। এটা কি ফ্রিতে দেওয়া হবে নাকি চার্জ নেওয়া হবে সে সিদ্ধান্ত আমরা এখনো নেইনি।
‘চীনা রাষ্ট্রদূত বলেছেন, উনার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। উনি জানেন এই হাসপাতাল শ্রেষ্ঠ মানের। একটা ভালো হাসপাতালকে দিয়েই তাঁরা শুরু করেছেন।’
এ সময় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম, হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
গণতন্ত্রের কথা বলে অন্যরা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চীন কখনোই এমন করে না।’ আজ বুধবার দুপুর ১২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৭০০ সেট এনএস-১ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তরের পর এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত।
চীন-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বন্ধুত্বপূর্ণ হবে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, ‘কিছু মানুষ বলে তাঁরা নাকি বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি যত্নশীল। তারাই আবার বাংলাদেশের ওপর স্যাংশন দিচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু চায়না কখনই এমন করেনা। অন্যরা স্যাংশন দিয়ে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে চাপে ফেলছে।’
এসব টেস্ট কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাওয়ার কারণে চীনা দূতাবাস বাংলাদেশকে এ উপহার দিয়েছে। চীন বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে ২৫ মিলিয়ন চীনা মুদ্রা (৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেবে। আজ তার শুরু, ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে।
এর আগে বিক্সস সম্মেলনে চায়না রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেঙ্গু প্রতিরোধী কীট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এটা কি সাধারণ মানুষ বিনা মূল্যে পাবে কি না জানতে চাইলে এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম বলেন, ‘বেসরকারি খাতে আসা অনুদান সরকারের নীতি অনুযায়ী আমরা ব্যবহার করব। সেটা জেনে নিতে হবে। এটা কি ফ্রিতে দেওয়া হবে নাকি চার্জ নেওয়া হবে সে সিদ্ধান্ত আমরা এখনো নেইনি।
‘চীনা রাষ্ট্রদূত বলেছেন, উনার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। উনি জানেন এই হাসপাতাল শ্রেষ্ঠ মানের। একটা ভালো হাসপাতালকে দিয়েই তাঁরা শুরু করেছেন।’
এ সময় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম, হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
সমালোচনার মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসকের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন লেখক ও এস্তোনিয়ার নাগরিক ড. আমিনুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেকাতারের আমিরের মা এবং কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে তাঁরা এ বৈঠক করেন।
২ ঘণ্টা আগেআগামী জুনকে সামনে রেখে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অধিকতর জটিল আবেদন নিষ্পত্তি করার ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দিয়েছে কমিশন।
২ ঘণ্টা আগেপ্রতিটি স্কুলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভর্তির ব্যবস্থার তাগাদা দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। স্কুলগুলোর ভেতরে এই শিশুদের জায়গা দিতে বিশেষ কক্ষ রাখার কথা বলেছেন তিনি।
৩ ঘণ্টা আগে