বিএনপির অগ্নিসন্ত্রাস কীভাবে বন্ধ করতে হয় জানা আছে: প্রধানমন্ত্রী
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিনের সহিংসতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘তাদের (বিএনপি) আন্দোলন হচ্ছে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করা। এসব বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ করতে না পারে, কীভাবে বন্ধ করাতে হয়, সেটাও আমাদের জানা আছে। আমরা ছাড় দেব না।’