নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে উৎসাহিত করেছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
আজ রোববার সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুই দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর পুরানা পল্টন এলাকায় গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে বসে যে বক্তব্য তিনি সংসদে বলেছেন, দলের নেতা-কর্মীদের আইন হাতে তুলে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে, মানুষকে আগুনে পুড়িয়ে মারার জন্য তিনি পুরোপুরি উৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রীর আসনে বসে এমন বক্তব্য কেবল শপথভঙ্গ নয়, আইন লঙ্ঘন। বাংলাদেশের মানুষ এই সব বক্তব্যের বিচার করবে। পৃথিবীর কোনো স্বৈরশাসক এ ধরনের ভাষায় কথা বলে না।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘যারা একতরফা নির্বাচন করতে চায়, তারা শান্তিপূর্ণ আন্দোলন, আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা হয়ে গেছে। প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা, পুলিশ হাসপাতালে গাড়িতে আগুন—এই সব ঘটনা নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিত উসকানি তৈরি করে, সমাবেশে এ ঘটনাগুলো ঘটিয়েছে।’
জুনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী সমস্ত দোষ বিরোধী দলের ওপর চাপিয়ে আন্দোলনের ওপর ভয়াবহ আক্রমণ, ক্র্যাকডাউন জারি করেছেন। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় থেকে ইউনিয়ন পর্যায়ের শত-শত নেতা-কর্মীকে প্রতিদিন তারা গ্রেপ্তার করছে।’
তিনি বলেন, ‘শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনের ৩৬টি দলের নেতা-কর্মীদের ওপরে সরকার হামলা করছে, মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তারা ভেবেছে, দমন-পীড়ন করে সমস্ত বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে দিলেই তারা একটা একতরফা নির্বাচন করতে পারবে। কিন্তু পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ইতিহাস বলে, দমন-পীড়ন করে, হামলা-মামলা করে, খুন-হত্যা করে কখনোই জনগণকে দমন করা যায়নি।’
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই সরকার দেশকে ফ্যাসিস্ট দেশে পরিণত করতে চায়। তারা ইতিমধ্যে দেশকে মাফিয়াদের রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু দমন-পীড়ন করে, হত্যা-গুম করে আন্দোলন বন্ধ করা যায় না।’
গণতন্ত্র মঞ্চ ছাড়াও পল্টন, বিজয়নগর এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট ও গণ অধিকার পরিষদ (নুর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সংসদের শেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য দলের নেতা-কর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে উৎসাহিত করেছে বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
আজ রোববার সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুই দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর পুরানা পল্টন এলাকায় গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
জোনায়েদ সাকি বলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে বসে যে বক্তব্য তিনি সংসদে বলেছেন, দলের নেতা-কর্মীদের আইন হাতে তুলে নিয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে, মানুষকে আগুনে পুড়িয়ে মারার জন্য তিনি পুরোপুরি উৎসাহিত করেছেন। প্রধানমন্ত্রীর আসনে বসে এমন বক্তব্য কেবল শপথভঙ্গ নয়, আইন লঙ্ঘন। বাংলাদেশের মানুষ এই সব বক্তব্যের বিচার করবে। পৃথিবীর কোনো স্বৈরশাসক এ ধরনের ভাষায় কথা বলে না।’
তিনি আরও অভিযোগ করে বলেন, ‘যারা একতরফা নির্বাচন করতে চায়, তারা শান্তিপূর্ণ আন্দোলন, আন্তর্জাতিক মহলের চাপে দিশেহারা হয়ে গেছে। প্রধান বিচারপতির বাড়ির ফটকে হামলা, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ সদস্যকে নির্মমভাবে হত্যা, পুলিশ হাসপাতালে গাড়িতে আগুন—এই সব ঘটনা নিজেদের এজেন্ট দিয়ে পরিকল্পিত উসকানি তৈরি করে, সমাবেশে এ ঘটনাগুলো ঘটিয়েছে।’
জুনায়েদ সাকি বলেন, ‘আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী সমস্ত দোষ বিরোধী দলের ওপর চাপিয়ে আন্দোলনের ওপর ভয়াবহ আক্রমণ, ক্র্যাকডাউন জারি করেছেন। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় থেকে ইউনিয়ন পর্যায়ের শত-শত নেতা-কর্মীকে প্রতিদিন তারা গ্রেপ্তার করছে।’
তিনি বলেন, ‘শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনের ৩৬টি দলের নেতা-কর্মীদের ওপরে সরকার হামলা করছে, মামলা দিচ্ছে, গ্রেপ্তার করছে। তারা ভেবেছে, দমন-পীড়ন করে সমস্ত বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে দিলেই তারা একটা একতরফা নির্বাচন করতে পারবে। কিন্তু পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ইতিহাস বলে, দমন-পীড়ন করে, হামলা-মামলা করে, খুন-হত্যা করে কখনোই জনগণকে দমন করা যায়নি।’
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই সরকার দেশকে ফ্যাসিস্ট দেশে পরিণত করতে চায়। তারা ইতিমধ্যে দেশকে মাফিয়াদের রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু দমন-পীড়ন করে, হত্যা-গুম করে আন্দোলন বন্ধ করা যায় না।’
গণতন্ত্র মঞ্চ ছাড়াও পল্টন, বিজয়নগর এলাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট ও গণ অধিকার পরিষদ (নুর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপনিবেশে পরিণত করতে সরকার নতজানু ভূমিকা পালন করছে— এমন অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
৪ ঘণ্টা আগেবিজ্ঞপ্তিতে বলা হয়, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণ এবং এই ঘটনায় যাবতীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা হয়।
৪ ঘণ্টা আগেচার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
৬ ঘণ্টা আগেআজ শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সংখ্যানুপাতিক হারে ভোটের (পিআর) নামে দেশে জগাখিচুড়ি চলছেও বলে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে এখন একটা জগাখিচুড়ির ঘটনা চলছে। কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল, তারা বিভিন্নরকম কথা বলতে...
৯ ঘণ্টা আগে