Ajker Patrika

২৮ তারিখে বিএনপির সমাবেশে যোগ দেবে ২১ শ্রমিক সংগঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ১৯: ৩৪
২৮ তারিখে বিএনপির সমাবেশে যোগ দেবে ২১ শ্রমিক সংগঠন

বাংলাদেশের ২১টি শ্রমিক সংগঠনের নিয়ে গঠিত সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি) আগামী ২৮ অক্টোবরের সমাবেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে। এই সমাবেশে শ্রমিকদের দলে দলে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে এসএসসি।

এসব শ্রমিক সংগঠনে মোট ৭ কোটি ৩৫ লাখ শ্রমিক রয়েছেন বলে দাবি করা হয়।

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘শ্রমিক কর্মচারী জাতীয় কনভেনশন ২০২৩–এর ঘোষণা ও প্রস্তাবনা’ নিয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেন এসএসপির প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস বলেন, ‘সরকার দলীয় সংগঠন বাদে চলমান এই আন্দোলনে আমরা সবাই অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি। গণতান্ত্রিক শ্রমিক আন্দোলনের সমর্থনকারী ও কমিউনিস্ট আন্দোলনের শ্রমিক সংগঠন মিলে এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। সকল শ্রেণি মতের মানুষ আমরা মিলিত হয়েছি এই গণতন্ত্র, ভোটের অধিকার, আইনের শাসনের লড়াই এবং শ্রমিক শ্রেণির লড়াইকে আমরা সমার্থক মনে করে, আজকের এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইকে বিজয়ী করা কর্তব্য মনে করে, আমরা আনুষ্ঠানিকভাবে আগামী ২৮ তারিখের মহাসমাবেশ এবং এই আন্দোলন সফল হওয়া পর্যন্ত আগামীতে প্রতিটি সমাবেশে শ্রমিকেরা দলে দলে অংশগ্রহণ করবে।’ 

গার্মেন্টস, পরিবহনসহ সব শ্রমিকদের যত আন্দোলন চলছে বিভিন্ন জায়গায় সেখানে এসএসপি উপস্থিত থেকে সব ধরনের সহযোগী নিয়ে পাশে থাকবে এমন প্রতিশ্রুতিও দেন এই শ্রমিক নেতা। তিনি বলেন, ‘মধ্যপন্থী, ডানপন্থী, গণতন্ত্রপন্থী, সমাজতন্ত্রপন্থী, বামপন্থী সবাই মিলে দেশ বাঁচানোর জন্য যখন শ্রমিক শ্রেণি ঐক্যবদ্ধ হয়েছি তখনই আন্দোলন সফল হয়েছে। এবারেও চলমান আন্দোলন শ্রমিক শ্রেণির অংশগ্রহণে সফল হবে।’ 

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন এসএসপির প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। এতে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ জাতীয় দলের শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের উপদেষ্টা এম এ আউয়াল, শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ আবুল খায়ের খাজা, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত