প্লেব্যাক সিঙ্গার হতে চান খুবির দৃপ্ত
ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল প্রবল আগ্রহ। আগ্রহ দেখে পাঁচ বছর বয়সেই বাড়ি থেকে গানের শিক্ষক ঠিক করে গান শেখান পরিবারের সদস্যরা। শুরুটা শাস্ত্রীয় সংগীত, রবীন্দ্র, নজরুল ও দেশাত্মবোধক গান দিয়ে হলেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরে সেটা পেশাদার মেইন স্ট্রিম মিউজিকের দিকে যায়। নিজের চেষ্টাতে ইউটিউব দেখে মিউজিক