যশোরের ঝিকরগাছায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্লানের আওয়াতাধীন ২০২১-২২ অর্থবছরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের (এমএইচভি) মাসিক সম্মানি কম দেওয়ার অভিযোগ উঠেছে।
একসঙ্গে ১০ মাসের দেওয়া এ সম্মানিতে প্রতিজনকে ৪ হাজার টাকা করে কম দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গতকাল সোমবার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টাকা না নিয়ে ফিরে গেছেন অনেকেই।
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় ২০১৯ সালে উপজেলার ৩২টি ক্লিনিকের কর্ম এলাকায় ১৬০ জনকে এমএইচভি পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদেরকে প্রতি মাসে ৩ হাজার ৬০০ টাকা সম্মানি ধার্য্য করা হয়।
গত ১২ মে কমিউনিটি বেইজস হেলথ কেয়ারের লাইন ডাইরেক্টর ডাক্তার মাসুদ রেজা কবির স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের (এমএইচভি) ১০ মাসে ৩৬ হাজার টাকা সম্মানি দেওয়া হলো। সম্মানি বিল থেকে আয়কর কর্তন করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উপজেলার গঙ্গানন্দপুর গৌরসুটি কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারস (এমএইচভি) আলী রাজ বলেন, ‘গত ১০ মাসের সম্মানি নিতে হাশপাতালে আসি। প্রতিমাসে ৩ হাজার ৬০০ টাকা করে দেওয়ার কথা। কিন্তু অডিটসহ নানা অজুহাতে প্রতিমাসে ৪০০ টাকা করে কেটে নেওয়া হয়েছে।’
নির্বাসখোলা কমিউনিটি ক্লিনিকের এমএইচভি মো. সাহেদুজ্জামান বলেন, ‘১০ মাসে ৩৬ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও নানা অজুহাত দেখিয়ে ৩২ হাজার ৩০০ টাকা আমাকে দিতে চাইলে না নিয়ে ফিরে আসি। সাহেদুজ্জামান আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক চিঠিতে কোনো রকম সম্মানি কর্তন না করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। নিয়োগের পর থেকে নানা অজুহাতে আমাদের সম্মানি কর্তন করা হয়।’
হাজিরবাগ ইউনিয়নের দেউলী কমিউনিটি ক্লিনিকের এমএইচভি হাসনাহেনা বলেন, ‘গত ২৫ মে মাসিক মিটিংয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম স্যার বলেছিলেন আপনাদের সম্মানির টাকা কর্তন করা হবে না। কিন্তু এখন আবার টাকা কর্তন করা হলো।’
নির্বাসখোলা কমিউনিটি ক্লিনিক এমএইচভি নাজমুল হক বলেন, ‘দশ মাসের সম্মানি ৩৬ হাজার টাকা দেখিয়ে দেওয়া হচ্ছে ৩২ হাজার ৩০০ টাকা। টাকা দেওয়ার সময় ৩৬ হাজার টাকার বুঝিয়া পাইলাম মর্মে সইও নিচ্ছেন।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী ও তথ্য কর্মকর্তা শওকত উসমান বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। স্যারের (ইউএইচও) সঙ্গে কথা বলেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। পরে কথা বলব।’
যশোরের ঝিকরগাছায় কমিউনিটি বেইজড হেলথ কেয়ার অপারেশনাল প্লানের আওয়াতাধীন ২০২১-২২ অর্থবছরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের (এমএইচভি) মাসিক সম্মানি কম দেওয়ার অভিযোগ উঠেছে।
একসঙ্গে ১০ মাসের দেওয়া এ সম্মানিতে প্রতিজনকে ৪ হাজার টাকা করে কম দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে গতকাল সোমবার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টাকা না নিয়ে ফিরে গেছেন অনেকেই।
স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির (এইচপিএনএসপি) কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশনাল প্লানের আওতায় ২০১৯ সালে উপজেলার ৩২টি ক্লিনিকের কর্ম এলাকায় ১৬০ জনকে এমএইচভি পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদেরকে প্রতি মাসে ৩ হাজার ৬০০ টাকা সম্মানি ধার্য্য করা হয়।
গত ১২ মে কমিউনিটি বেইজস হেলথ কেয়ারের লাইন ডাইরেক্টর ডাক্তার মাসুদ রেজা কবির স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরে মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারসদের (এমএইচভি) ১০ মাসে ৩৬ হাজার টাকা সম্মানি দেওয়া হলো। সম্মানি বিল থেকে আয়কর কর্তন করা যাবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
উপজেলার গঙ্গানন্দপুর গৌরসুটি কমিউনিটি ক্লিনিকের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারস (এমএইচভি) আলী রাজ বলেন, ‘গত ১০ মাসের সম্মানি নিতে হাশপাতালে আসি। প্রতিমাসে ৩ হাজার ৬০০ টাকা করে দেওয়ার কথা। কিন্তু অডিটসহ নানা অজুহাতে প্রতিমাসে ৪০০ টাকা করে কেটে নেওয়া হয়েছে।’
নির্বাসখোলা কমিউনিটি ক্লিনিকের এমএইচভি মো. সাহেদুজ্জামান বলেন, ‘১০ মাসে ৩৬ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও নানা অজুহাত দেখিয়ে ৩২ হাজার ৩০০ টাকা আমাকে দিতে চাইলে না নিয়ে ফিরে আসি। সাহেদুজ্জামান আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এক চিঠিতে কোনো রকম সম্মানি কর্তন না করার নির্দেশনা থাকলেও তা মানা হয়নি। নিয়োগের পর থেকে নানা অজুহাতে আমাদের সম্মানি কর্তন করা হয়।’
হাজিরবাগ ইউনিয়নের দেউলী কমিউনিটি ক্লিনিকের এমএইচভি হাসনাহেনা বলেন, ‘গত ২৫ মে মাসিক মিটিংয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলম স্যার বলেছিলেন আপনাদের সম্মানির টাকা কর্তন করা হবে না। কিন্তু এখন আবার টাকা কর্তন করা হলো।’
নির্বাসখোলা কমিউনিটি ক্লিনিক এমএইচভি নাজমুল হক বলেন, ‘দশ মাসের সম্মানি ৩৬ হাজার টাকা দেখিয়ে দেওয়া হচ্ছে ৩২ হাজার ৩০০ টাকা। টাকা দেওয়ার সময় ৩৬ হাজার টাকার বুঝিয়া পাইলাম মর্মে সইও নিচ্ছেন।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান অফিস সহকারী ও তথ্য কর্মকর্তা শওকত উসমান বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। স্যারের (ইউএইচও) সঙ্গে কথা বলেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশিদুল আলমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটি মিটিংয়ে আছি। পরে কথা বলব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪