ড্রয়ের পর রোনালদো বললেন, ‘কঠিন ম্যাচ’
নতুন করে সাজতে শুরু করেছে সৌদি প্রো লিগ। ক্রিস্টিয়ানো রোনালদোর দেখানো পথ ধরে মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে এসেছেন করিম বেনজেমা, এনগোলা কান্তে, এদুয়ার্দ মেন্দি, রিয়াদ মাহরেজ, জর্ডান হেন্ডারসনসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা। নতুন মৌসুম শুরুর আগে সৌদি ক্লাবগুলোও খেলেছে প্রীতি ম্যাচ।