ক্রীড়া ডেস্ক
ইউরোপীয় ক্লাব ফুটবল না ছাড়লে হয়তো কোনো এক দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দেখা যেত ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে সেই সুযোগ আর নেই। সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় উয়েফা নয় গতকাল এশিয়ার চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছে পর্তুগিজ তারকার।
এএফসি চ্যাম্পিয়নস লিগের অভিষেক ম্যাচে দুর্দান্ত খেললেও গোল পাননি রোনালদো। তবে ইরানের ক্লাব পেরসেপোলিসের বিপক্ষে ২–০ গোলের তাঁর দল জয় পেয়েছে। এ জয়ে পর্তুগাল অধিনায়ক একটি রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারে সব মিলিয়ে পেশাদার ফুটবলে ১০০০ ম্যাচে অপরাজিত থাকার। দলের হয়ে ৭৭৬ জয়ের বিপরীতে ২২৪ ম্যাচ ড্রয়ের সাক্ষী ছিলেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ১ হাজার ১৮২টি। বাকি ১৮২ ম্যাচে হেরেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।
গতকাল রোনালদোর মাইলফলকের ম্যাচটির জয় এসেছে দ্বিতীয়ার্ধের গোলে। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেননি। রোনালদোকে ফাউল করে ৫২ মিনিটে পেরসেপোলিসের মিডফিল্ডার মিলাদ সারলাক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে ইরানের ক্লাব। প্রতিপক্ষের ১০ জনের সুবিধা নিয়ে আক্রমণের ধার বাড়ায় আল নাসর। যার ফলও পায় ৬২ মিনিটে।
গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন পেরসেপোলিসের ডিফেন্ডার দানিয়াল এসমায়েলিফায়ের। এর ১০ মিনিট দলের দ্বিতীয় গোল করেন মোহাম্মেদ কাসেম। ডি বক্সের বাঁ প্রান্ত থেকে বুলেট গতির দুর্দান্ত এক শটে ব্যবধান বাড়ান তিনি। এতে ২–০ ব্যবধানের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের শুভ সূচনা করে আল নাসর।
ম্যাচে গোল না পেলেও প্রথমার্ধে দুটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। প্রথমবার সরাসরি প্রতিপক্ষের গোলরক্ষকের বরাবর হেড দেন তিনি। আর দ্বিতীয় সুযোগ যখন আসে তখন ঠিক সময়ে বলে পা লাগাতে পারেননি তিনি। গতকাল তাঁকে একপলক দেখার জন্য ইরানের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ঢল নেমেছিল দেশটিতে। রাস্তার পাশে, টিম বাসের পিছু পিছু, হোটেল সব জায়গায় মানুষের ভিড় জমেছিল। সময়ের অন্যতম সেরা ফুটবলারের জন্য শুধু ইরান নয় যেকোনো দেশেই এমনটা হওয়া স্বাভাবিক।
ম্যাচ শেষে তাই ইরানের মানুষকে ধন্যবাদ দিতে ভোলেননি রোনালদো। সামাজিক মাধ্যমে লিখেছেন,‘আজকের (কাল) জয়টা দুর্দান্ত। সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ইরানের সকল মানুষকেও, যাঁরা আমাদের সফরকে বিশেষ করে তুলেছেন। সত্যিই উষ্ণ অভ্যর্থনাটি অবিশ্বাস্য।’
ইউরোপীয় ক্লাব ফুটবল না ছাড়লে হয়তো কোনো এক দলের হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে দেখা যেত ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে সেই সুযোগ আর নেই। সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ায় উয়েফা নয় গতকাল এশিয়ার চ্যাম্পিয়নস লিগে অভিষেক হয়েছে পর্তুগিজ তারকার।
এএফসি চ্যাম্পিয়নস লিগের অভিষেক ম্যাচে দুর্দান্ত খেললেও গোল পাননি রোনালদো। তবে ইরানের ক্লাব পেরসেপোলিসের বিপক্ষে ২–০ গোলের তাঁর দল জয় পেয়েছে। এ জয়ে পর্তুগাল অধিনায়ক একটি রেকর্ড গড়েছেন। ক্যারিয়ারে সব মিলিয়ে পেশাদার ফুটবলে ১০০০ ম্যাচে অপরাজিত থাকার। দলের হয়ে ৭৭৬ জয়ের বিপরীতে ২২৪ ম্যাচ ড্রয়ের সাক্ষী ছিলেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন ১ হাজার ১৮২টি। বাকি ১৮২ ম্যাচে হেরেছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।
গতকাল রোনালদোর মাইলফলকের ম্যাচটির জয় এসেছে দ্বিতীয়ার্ধের গোলে। প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেননি। রোনালদোকে ফাউল করে ৫২ মিনিটে পেরসেপোলিসের মিডফিল্ডার মিলাদ সারলাক লাল কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে ইরানের ক্লাব। প্রতিপক্ষের ১০ জনের সুবিধা নিয়ে আক্রমণের ধার বাড়ায় আল নাসর। যার ফলও পায় ৬২ মিনিটে।
গোল বাঁচাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন পেরসেপোলিসের ডিফেন্ডার দানিয়াল এসমায়েলিফায়ের। এর ১০ মিনিট দলের দ্বিতীয় গোল করেন মোহাম্মেদ কাসেম। ডি বক্সের বাঁ প্রান্ত থেকে বুলেট গতির দুর্দান্ত এক শটে ব্যবধান বাড়ান তিনি। এতে ২–০ ব্যবধানের জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের শুভ সূচনা করে আল নাসর।
ম্যাচে গোল না পেলেও প্রথমার্ধে দুটি সুযোগ পেয়েছিলেন রোনালদো। প্রথমবার সরাসরি প্রতিপক্ষের গোলরক্ষকের বরাবর হেড দেন তিনি। আর দ্বিতীয় সুযোগ যখন আসে তখন ঠিক সময়ে বলে পা লাগাতে পারেননি তিনি। গতকাল তাঁকে একপলক দেখার জন্য ইরানের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ঢল নেমেছিল দেশটিতে। রাস্তার পাশে, টিম বাসের পিছু পিছু, হোটেল সব জায়গায় মানুষের ভিড় জমেছিল। সময়ের অন্যতম সেরা ফুটবলারের জন্য শুধু ইরান নয় যেকোনো দেশেই এমনটা হওয়া স্বাভাবিক।
ম্যাচ শেষে তাই ইরানের মানুষকে ধন্যবাদ দিতে ভোলেননি রোনালদো। সামাজিক মাধ্যমে লিখেছেন,‘আজকের (কাল) জয়টা দুর্দান্ত। সমর্থকদের বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং ইরানের সকল মানুষকেও, যাঁরা আমাদের সফরকে বিশেষ করে তুলেছেন। সত্যিই উষ্ণ অভ্যর্থনাটি অবিশ্বাস্য।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২০ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে