ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ তো অবশ্যই বলা যায় ইউরোপীয় ক্লাব ও বিশ্ব ফুটবলেরই অন্যতম সেরা লড়াই এল ক্লাসিকো। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি লা লিগা ছাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে উন্মাদনা কিছুটা কমেছে।
তাতে অবশ্য দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কাছে গুরুত্ব কমেনি। যার ফলেই তো এল ক্লাসিকোর সময় এলেই বিশেষ কিছু করে বার্সেলোনা। এবারও তেমনি কিছু করেছে কাতালান ক্লাব। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বিশেষ এক জার্সি পরে নামবে জাভি হার্নান্দেজের দল। রিয়ালের বিপক্ষে খেলার দিন বার্সার জার্সিতে থাকবে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনসের লোগো।
মূল স্পনসর স্পর্টিফাইয়ের সঙ্গে চুক্তির অংশ হিসেবেই এমন জার্সি পরে নামবে বার্সেলোনা। এল ক্লাসিকোর সপ্তাহখানেক আগে রোলিং স্টোনসের নতুন অ্যালবাম ‘হ্যাকনি ডায়মন্ডস’ মুক্তি পাবে। অ্যালবামের প্রচারণার উদ্দেশ্যেই এই বিশেষ জার্সির ব্যবস্থা করেছে স্পর্টিফাই।
বিখ্যাত অডিও স্ট্রিমিং সাইট বার্সার সঙ্গে চুক্তি করার পর থেকেই এমন বিশেষ উদ্যোগ নিয়ে আসছে এল ক্লাসিকোয়। মার্চে যেমন স্প্যানিশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী রোসালিয়ার নতুন অ্যালবামের প্রচারণার উদ্দেশে বিশেষ জার্সি পরেছিল বার্সা, ঠিক তেমনি সর্বশেষ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বিখ্যাত কানাডিয়ান র্যাপার ও গায়ক ড্রেকের লোগো সংবলিত জার্সি পরে খেলেছিল।
আগামী ২৯ অক্টোবর এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল।
স্প্যানিশ ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ তো অবশ্যই বলা যায় ইউরোপীয় ক্লাব ও বিশ্ব ফুটবলেরই অন্যতম সেরা লড়াই এল ক্লাসিকো। যদিও ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি লা লিগা ছাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে উন্মাদনা কিছুটা কমেছে।
তাতে অবশ্য দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কাছে গুরুত্ব কমেনি। যার ফলেই তো এল ক্লাসিকোর সময় এলেই বিশেষ কিছু করে বার্সেলোনা। এবারও তেমনি কিছু করেছে কাতালান ক্লাব। মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বিশেষ এক জার্সি পরে নামবে জাভি হার্নান্দেজের দল। রিয়ালের বিপক্ষে খেলার দিন বার্সার জার্সিতে থাকবে বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড রোলিং স্টোনসের লোগো।
মূল স্পনসর স্পর্টিফাইয়ের সঙ্গে চুক্তির অংশ হিসেবেই এমন জার্সি পরে নামবে বার্সেলোনা। এল ক্লাসিকোর সপ্তাহখানেক আগে রোলিং স্টোনসের নতুন অ্যালবাম ‘হ্যাকনি ডায়মন্ডস’ মুক্তি পাবে। অ্যালবামের প্রচারণার উদ্দেশ্যেই এই বিশেষ জার্সির ব্যবস্থা করেছে স্পর্টিফাই।
বিখ্যাত অডিও স্ট্রিমিং সাইট বার্সার সঙ্গে চুক্তি করার পর থেকেই এমন বিশেষ উদ্যোগ নিয়ে আসছে এল ক্লাসিকোয়। মার্চে যেমন স্প্যানিশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী রোসালিয়ার নতুন অ্যালবামের প্রচারণার উদ্দেশে বিশেষ জার্সি পরেছিল বার্সা, ঠিক তেমনি সর্বশেষ মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় বিখ্যাত কানাডিয়ান র্যাপার ও গায়ক ড্রেকের লোগো সংবলিত জার্সি পরে খেলেছিল।
আগামী ২৯ অক্টোবর এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৪৪ মিনিট আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে