ক্রীড়া ডেস্ক
সুযোগ ছিল টানা দ্বিতীয় হ্যাটট্রিক করার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেই সুযোগ নিলেন না। পরিচয় দিলেন উদারতার। যদিও পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর উদারতা কাজে লাগাতে পারেননি আবদুর রহমান ঘারিব।
ঘারিব পেনাল্টি থেকে গোল করতে না পারলেও আল নাসরের বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় জয় পেয়েছে তারা ৪–০ গোলে। আল শাবাবকে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো এবং একটি করে করেছেন সাদিও মানে ও সুলতান আল ঘানাম।
সর্বশেষ ম্যাচে আল ফাতেহর বিপক্ষে হ্যাটট্রিক করে পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছিলেন রোনালদো। গতকালও ব্যতিক্রম ছিল না। শুরুটা করেন তিনি। ১২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। কয়েক মিনিট পরেই হেডে আরেকটি গোল করেন, কিন্তু সেটা ফাউলের কারণে বাতিল হয়।
হেডের গোলটি বাতিল হলেও বিরতিতে যাওয়ার ঠিক ৭ মিনিট আগে আরেকটি পেনাল্টি পায় আল নাসর। ৩৮ মিনিটে পাওয়া স্পটকিকে গোল করতে ভুল করেননি রোনালদো। জোড়া গোল করার পরেই এবার সতীর্থকে দিয়ে গোল উৎসবে মাতেন তিনি। ৪০ মিনিটে সাদিও মানেকে দিয়ে গোল করান।
বিরতির পরেই হ্যাটট্রিকের সুযোগ আসে রোনালদোর সামনে। কিন্তু ৬২ মিনিটের পাওয়া পেনাল্টি নিজে না নিয়ে ঘারিবকে মারতে দিলেন তিনি। সৌদি ফরোয়ার্ডের শট রুখে দিলেন আল শাবাবের গোলরক্ষক কিম সেউং-গিউ। ৮০ মিনিটে আল নাসরের আল ঘানাম যখন প্রতিপক্ষের জালে শেষ পেরেক দিলেন, তখন পর্তুগিজ তারকার সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু এবার ভাগ্যের কারণে পারেননি। তাঁর হেড পোস্টে লেগে ফিরে এলে গোল করেন আল ঘানাম।
বড় ব্যবধানে ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কী দুর্দান্ত আমাদের স্টেডিয়ামের পরিবেশ। সমর্থকদের সঙ্গে জয় উদ্যাপন করে খুশি। দল অবিশ্বাস্য খেলেছে।’
গতকালের জোড়া গোলে ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন রোনালদো। এতে করে লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সঙ্গে সবচেয়ে বেশি অ্যাসিস্টও তাঁর। ২ গোলে সহায়তা করেছেন। লিগের অন্য ম্যাচে আল তাইকে ২–০ গোলে হারিয়েছে আল আহলি। গোল দুটি করেছেন রিয়াদ মাহরেজ ও ফ্র্যাঙ্ক কেসি।
সুযোগ ছিল টানা দ্বিতীয় হ্যাটট্রিক করার। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো সেই সুযোগ নিলেন না। পরিচয় দিলেন উদারতার। যদিও পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ীর উদারতা কাজে লাগাতে পারেননি আবদুর রহমান ঘারিব।
ঘারিব পেনাল্টি থেকে গোল করতে না পারলেও আল নাসরের বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি। সৌদি প্রো লিগে দ্বিতীয় জয় পেয়েছে তারা ৪–০ গোলে। আল শাবাবকে বিধ্বস্ত করার ম্যাচে জোড়া গোল করেছেন রোনালদো এবং একটি করে করেছেন সাদিও মানে ও সুলতান আল ঘানাম।
সর্বশেষ ম্যাচে আল ফাতেহর বিপক্ষে হ্যাটট্রিক করে পুরো ম্যাচের আলো কেড়ে নিয়েছিলেন রোনালদো। গতকালও ব্যতিক্রম ছিল না। শুরুটা করেন তিনি। ১২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন। কয়েক মিনিট পরেই হেডে আরেকটি গোল করেন, কিন্তু সেটা ফাউলের কারণে বাতিল হয়।
হেডের গোলটি বাতিল হলেও বিরতিতে যাওয়ার ঠিক ৭ মিনিট আগে আরেকটি পেনাল্টি পায় আল নাসর। ৩৮ মিনিটে পাওয়া স্পটকিকে গোল করতে ভুল করেননি রোনালদো। জোড়া গোল করার পরেই এবার সতীর্থকে দিয়ে গোল উৎসবে মাতেন তিনি। ৪০ মিনিটে সাদিও মানেকে দিয়ে গোল করান।
বিরতির পরেই হ্যাটট্রিকের সুযোগ আসে রোনালদোর সামনে। কিন্তু ৬২ মিনিটের পাওয়া পেনাল্টি নিজে না নিয়ে ঘারিবকে মারতে দিলেন তিনি। সৌদি ফরোয়ার্ডের শট রুখে দিলেন আল শাবাবের গোলরক্ষক কিম সেউং-গিউ। ৮০ মিনিটে আল নাসরের আল ঘানাম যখন প্রতিপক্ষের জালে শেষ পেরেক দিলেন, তখন পর্তুগিজ তারকার সুযোগ ছিল হ্যাটট্রিকের। কিন্তু এবার ভাগ্যের কারণে পারেননি। তাঁর হেড পোস্টে লেগে ফিরে এলে গোল করেন আল ঘানাম।
বড় ব্যবধানে ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত রোনালদো সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘কী দুর্দান্ত আমাদের স্টেডিয়ামের পরিবেশ। সমর্থকদের সঙ্গে জয় উদ্যাপন করে খুশি। দল অবিশ্বাস্য খেলেছে।’
গতকালের জোড়া গোলে ৩ ম্যাচ খেলে ৫ গোল করেছেন রোনালদো। এতে করে লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সঙ্গে সবচেয়ে বেশি অ্যাসিস্টও তাঁর। ২ গোলে সহায়তা করেছেন। লিগের অন্য ম্যাচে আল তাইকে ২–০ গোলে হারিয়েছে আল আহলি। গোল দুটি করেছেন রিয়াদ মাহরেজ ও ফ্র্যাঙ্ক কেসি।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
২৭ মিনিট আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩০ মিনিট আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২ ঘণ্টা আগে