২২ কোটি টাকার টেনিস টুর্নামেন্ট শুরু হচ্ছে সৌদিতে
রোনালদো, বেনজেমা, নেইমাররা সৌদি প্রো লিগে খেলছেন বলে ফুটবলে দেশটির বিনিয়োগ সহজেই সবার নজর কাড়ে। কিন্তু শুধু ফুটবলই নয়, গলফ, ফর্মুলা ওয়ান কিংবা বক্সিংয়ের পেছনেও কাঁড়ি কাঁড়ি টাকা ঢেলেছে সৌদি আরব। টেনিসেও নয় কি!