গতকাল প্যারিসে অমরত্বের পথে হেঁটেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর হেসেছে তাঁর হাতে। অমরত্বের পানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসির ব্যালন ডি’অরের ব্যবধানটা এখন তিন। মেসিকে ছোঁয়া এখন রোনালদোর জন্য প্রায় অসম্ভব।
৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো মেসি যে তাঁর অষ্টম ব্যালন ডি’অর জিততে চলেছেন, সেটা ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়ে দিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হালান্ডকে পেছনে ফেলে মেসির হাতে ব্যালন ডি’অর অবশ্যই অনেকে পছন্দ করেননি। যেমন স্প্যানিশ পত্রিকা এএসের সাংবাদিক তমাস রনচেরো।
রোনালদোর ঘনিষ্ঠ বলে পরিচিত রনচেরো। মেসির ব্যালন ডি’অর দেখে আর্জেন্টাইন মহাতারকার সমালোচনা করে এএস টেলিভিশনে রনচেরো বলেছেন, ‘বন্ধুরা, আমরা সবাই জানতাম এবারও কী হতে যাচ্ছে। মেসিকে আবারও একটা ব্যালন ডি’অর দেওয়া হবে। মেসি অবসর নেওয়ার জন্য মায়ামিতে গেছে, কিন্তু পিএসজিতে তাঁকে দেখে মনে হয়েছে সে অবসরের প্রস্তুতি আগেই সেরে ফেলেছে। সে বিশ্বকাপ জিতেছে ঠিকই কিন্তু ছয় পেনাল্টিতে।’
‘বিশ্বকাপ শেষ হয়েছে ১০ মাস আগে। আর আমরা এখন নভেম্বর মাসে। আটটি নয়, মেসির পাঁচটি ব্যালন ডি’অর জেতার কথা ছিল। আন্দ্রেস (ইনিয়েস্তা), জাভি ও লেভানডোভস্কি যে কিনা এক মৌসুমে ৬ শিরোপা জিতেছে, তাদের ব্যালন ডি’অরও মেসিকে দেওয়া হয়েছে। হালান্ডও ক্লাবের হয়ে সব জিতেছে।’
ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসিকে সম্মান জানিয়ে ইনফিনিটি বা অসীম চিহ্নটাকে দেখানো এইট বা আটের মতো করে। এই ইনফিনিটি নিয়েও মেসিকে খোঁচা মেরেছেন রনচেরো। বলেছেন, মেসি আট সংখ্যাটা পছন্দ করে কারণ বায়ার্ন মিউনিখের কাছে সে আট গোল খেয়েছিল।
রনচেরোর এই বক্তব্য ইনস্টাগ্রামে শেয়ার করে এএস। শেয়ার হওয়ার পরই সেখানে ‘হাহা’ ইমোজি দিয়েছেন পাঁচ ব্যালন ডি’অর জেতা রোনালদো। তাও একটি নয়, চারটি। মেসির ব্যালন ডি’অর সংখ্যা নিয়ে যে কয়জন সমালোচনায় মুখর রোনালদো তাদের একজন। হাহা ইমোজি দিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা।
গতকাল প্যারিসে অমরত্বের পথে হেঁটেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের অষ্টম ব্যালন ডি’অর হেসেছে তাঁর হাতে। অমরত্বের পানে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে মেসির ব্যালন ডি’অরের ব্যবধানটা এখন তিন। মেসিকে ছোঁয়া এখন রোনালদোর জন্য প্রায় অসম্ভব।
৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো মেসি যে তাঁর অষ্টম ব্যালন ডি’অর জিততে চলেছেন, সেটা ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো আগেই জানিয়ে দিয়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতার। ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতানো আর্লিং হালান্ডকে পেছনে ফেলে মেসির হাতে ব্যালন ডি’অর অবশ্যই অনেকে পছন্দ করেননি। যেমন স্প্যানিশ পত্রিকা এএসের সাংবাদিক তমাস রনচেরো।
রোনালদোর ঘনিষ্ঠ বলে পরিচিত রনচেরো। মেসির ব্যালন ডি’অর দেখে আর্জেন্টাইন মহাতারকার সমালোচনা করে এএস টেলিভিশনে রনচেরো বলেছেন, ‘বন্ধুরা, আমরা সবাই জানতাম এবারও কী হতে যাচ্ছে। মেসিকে আবারও একটা ব্যালন ডি’অর দেওয়া হবে। মেসি অবসর নেওয়ার জন্য মায়ামিতে গেছে, কিন্তু পিএসজিতে তাঁকে দেখে মনে হয়েছে সে অবসরের প্রস্তুতি আগেই সেরে ফেলেছে। সে বিশ্বকাপ জিতেছে ঠিকই কিন্তু ছয় পেনাল্টিতে।’
‘বিশ্বকাপ শেষ হয়েছে ১০ মাস আগে। আর আমরা এখন নভেম্বর মাসে। আটটি নয়, মেসির পাঁচটি ব্যালন ডি’অর জেতার কথা ছিল। আন্দ্রেস (ইনিয়েস্তা), জাভি ও লেভানডোভস্কি যে কিনা এক মৌসুমে ৬ শিরোপা জিতেছে, তাদের ব্যালন ডি’অরও মেসিকে দেওয়া হয়েছে। হালান্ডও ক্লাবের হয়ে সব জিতেছে।’
ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেসিকে সম্মান জানিয়ে ইনফিনিটি বা অসীম চিহ্নটাকে দেখানো এইট বা আটের মতো করে। এই ইনফিনিটি নিয়েও মেসিকে খোঁচা মেরেছেন রনচেরো। বলেছেন, মেসি আট সংখ্যাটা পছন্দ করে কারণ বায়ার্ন মিউনিখের কাছে সে আট গোল খেয়েছিল।
রনচেরোর এই বক্তব্য ইনস্টাগ্রামে শেয়ার করে এএস। শেয়ার হওয়ার পরই সেখানে ‘হাহা’ ইমোজি দিয়েছেন পাঁচ ব্যালন ডি’অর জেতা রোনালদো। তাও একটি নয়, চারটি। মেসির ব্যালন ডি’অর সংখ্যা নিয়ে যে কয়জন সমালোচনায় মুখর রোনালদো তাদের একজন। হাহা ইমোজি দিয়ে অবশ্য বেশ সমালোচনার মুখে পড়েছেন পর্তুগিজ মহাতারকা।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে