Ajker Patrika

‘টেন হাগের কারণেই ইউনাইটেড ছাড়তে বাধ্য হয়েছে রোনালদো’ 

‘টেন হাগের কারণেই ইউনাইটেড ছাড়তে বাধ্য হয়েছে রোনালদো’ 

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে খেলছেন ৯ মাস। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। সৌদি ক্লাবটিকে শিরোপাও এনে দিয়েছেন। সৌদিতে যখন সুখের সময় কাটাচ্ছেন, তখন পুরনো ঘটনাই যেন সবাইকে মনে করালেন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার আর্তুরো ভিদাল। 

আল নাসরের আগে রোনালদো সর্বশেষ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২১ সালে দ্বিতীয় দফায় ইউনাইটেডে ফিরে দুই মৌসুম পুরো খেলতে পারেননি তিনি। কোচ এরিক টেন হাগের সঙ্গে তাঁর বনিবনা হতো না। প্রায়ই টেন হাগ-রোনালদোর তিক্ত সম্পর্ক চলে আসত লাইমলাইটে। কোচ এরিক টেন হাগসহ ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড। 

রোনালদো দুই দফায় ইউনাইটেডে খেলে ১৪৫ গোল করেছেন এবং ৪৩৬ ম্যাচ খেলেছেন। তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইউনাইটেডের জার্সিতে। টেন হাগের কারণেই রোনালদো ম্যান ইউনাইটেড ছেড়েছে বলে দাবি করেছেন ভিদাল। ভিদাল বলেন, ‘এমন কোচ আসলেই খারাপ। কীভাবে রোনালদো তিনি বাদ দিতে পারেন? সে (রোনালদো) ছিল সর্বোচ্চ গোলদাতা। এই টেকো লোকগুলো খুবই জটিল প্রকৃতির হয়।’ 

কোলো কোলো, বায়ার লেভারকুসেন, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ফ্ল্যামেঙ্গো, আতলেতিকো পারানায়েন্স-এই নিয়ে অষ্টম ক্লাবে খেলছেন ভিদাল। আতলেতিকো পারানায়েন্সে তিনি যোগ দিয়েছেন এ বছরের জুলাই মাসে। তার আগে ফ্ল্যামেঙ্গো ছেড়েছেন কোচ হোর্হে সাম্পাওলির কারণে দ্বন্দ্বের জেড়ে। ফ্ল্যামেঙ্গোর একাদশে প্রায়ই তাঁকে খেলাতেন না সাম্পাওলি। সাম্পাওলিকে নিয়ে কদিন আগে ক্ষোভ ঝেরেছিলেন ভিদাল। সাবেক বার্সা ফুটবলার বলেন, ‘আমি বেশ খুশি। খেলার জন্য সব সময় আমি প্রস্তুত ছিলাম। একজন পরাজিত কোচের কাছে আমি আটকে গিয়েছিলাম। খেলোয়াড়দের কীভাবে প্রশংসা করতে হয় তা তিনি জানেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

তিন ঘণ্টা পর আংশিক চালু মেট্রোরেল

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

এলাকার খবর
Loading...