Ajker Patrika

পর্তুগালকে বিশাল ব্যবধানে জিতিয়ে উচ্ছ্বসিত রোনালদো 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে এবছরের সময়টা কাটছে অসাধারণ। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবলে তিনি আছেন দারুণ ছন্দে। নিয়মিত গোল করে দলের জয়েও অবদান রাখছেন রোনালদো। পর্তুগালকে গতকাল বড় ব্যবধানে জিতিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই তারকা ফরোয়ার্ড।

বিলিনো পোলজে স্টেডিয়ামে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচে গতকাল প্রতিপক্ষ ছিল পর্তুগাল ও বসনিয়া হার্জেগোভিনা। রোনালদোর গোলে ম্যাচে খুব দ্রুতই এগিয়ে যায় পর্তুগাল। ৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। পর্তুগালের দ্বিতীয় গোলও আসে রোনালদোর পা থেকে। ২০ মিনিটে হোয়াও ফেলিক্সের থ্রু বল থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে গোলটা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা থেকে ফেরার পর টানা দুই ম্যাচে জোড়া গোল করেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড।

শুধু জোড়া গোলই নয়, বসনিয়ার বিপক্ষে গতকাল সতীর্থকে দিয়ে গোলও করিয়েছেন রোনালদো। ৩২ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে গোল করেন হোয়াও কানসেলো। এছাড়া ২৫ ও ৪১ মিনিটে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও ফেলিক্স। বসনিয়াকে ৫-০ গোলে হারিয়েছে পর্তুগাল। ৮ ম্যাচের ৮ টিতে জিতে ইউরো বাছাইপর্বে ‘জে’ গ্রুপের শীর্ষে রয়েছে পর্তুগিজরা। দিয়েছে ৩২ গোল ও হজম করেছে ২ গোল। দলের জয়ে অবদান রাখার পর ফেসবুকে ছবি পোস্ট করেছেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড বলেন, ‘আরেকটি জয় এবং পুরো দলের একটি ভাল ম্যাচ হলো। গ্রুপের প্রথম স্থান নিশ্চিত হয়েছে। আমরা আরও শক্তিশালী হচ্ছি।’

স্পোর্টিং সিপি, ম্যানচেষ্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-চার ইউরোপের ক্লাবে খেলার পর এ বছরেরই শুরুতে আল নাসরে যান রোনালদো। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে গিয়ে বছরের শুরুটা ভালো যায়নি তাঁর। ট্রেবল জয়ের সম্ভাবনা জাগালেও তা অর্জন করতে পারেনি আল নাসর। যেখানে গত দুই তিন মাসে সময়টা ভালো যাচ্ছে তাঁর। আগস্টে শেষ হওয়া আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে ৬ ম্যাচে ৬ গোল করেন তিনি। চ্যাম্পিয়ন হয়েছিল আল নাসর। সৌদি ক্লাবটির যা প্রথম কোনো মেজর শিরোপা। আর এ মৌসুমের সৌদি প্রো লিগে ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা তিনি। ৯ ম্যাচে ৬ জয়, ১ ড্র ও ২ পরাজয়ে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় আল নাসরের অবস্থান ৩ নম্বরে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত