দুঃসময় শেষ হচ্ছে না জুভেন্টাসের। সর্বশেষ মৌসুমে দল বদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১০ পয়েন্ট কাটা গেছে তুরিনের বুড়িদের। এতে সিরি আর পয়েন্ট তালিকায় ৭ নম্বরে শেষ করায় উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়নি তারা।
সঙ্গে আর্থিক ফেয়ার প্লে নীতি ভঙ্গ করায় এক বছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় জুভেন্টাসকে নিষিদ্ধ করেছে উয়েফা। গত মৌসুমে জরিমানাও গুনতে হয়েছে তাদের। শাস্তি মাথায় নিয়ে মৌসুম শুরু করেও দুঃসময় পিছু ছাড়ছে না ইতালির ক্লাবের। পাওনা বেতন না পাওয়ায় এবার জুভের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো যে মামলা করবেন বিষয়টি নিশ্চিত করেছে ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট। সংবাদমাধ্যমটি ২০ পেজের একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ২৩২ কোটি ৭৪ লাখ টাকা সাবেক ক্লাব জুভেন্টাসের কাছে পাওনা পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর। মহামারি করোনার সময় বেতন স্থগিত করার অনুরোধে রাজি হয়েছিলেন আল নাসর তারকা। তা এখনো না পাওয়ায় এবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তুরিনের বুড়িদের হয়ে তিন বছর খেলেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।
দুই দিন আগে জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আরেক সাবেক ফুটবলার লিওনার্দো বোনুচ্চিও। যদিও তাঁর মামলা আর্থিক সংক্রান্ত কোনো বিষয়ে নয়। ৩৬ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘ভোগান্তির পর আমি সিদ্ধান্ত নিয়েছি, জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করার। আমি অপমানিতবোধ করেছি।’
বোনুচ্চিরটা অর্থ সংক্রান্ত না হলেও জুভেন্টাসের বিপক্ষে এর আগে পাওলো দিবালা মামলা করেছিলেন। পরে অবশ্য মামলা তুলে নেন গত মৌসুম থেকে রোমার খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড। তুরিনের বুড়িদের সঙ্গে পরে ৩৫ কোটি টাকায় সমঝোতা হওয়ায়।
দুঃসময় শেষ হচ্ছে না জুভেন্টাসের। সর্বশেষ মৌসুমে দল বদলের চুক্তি ও অর্থ নিয়ে মিথ্যাচার করায় ১০ পয়েন্ট কাটা গেছে তুরিনের বুড়িদের। এতে সিরি আর পয়েন্ট তালিকায় ৭ নম্বরে শেষ করায় উয়েফার কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়নি তারা।
সঙ্গে আর্থিক ফেয়ার প্লে নীতি ভঙ্গ করায় এক বছরের জন্য ইউরোপীয় প্রতিযোগিতায় জুভেন্টাসকে নিষিদ্ধ করেছে উয়েফা। গত মৌসুমে জরিমানাও গুনতে হয়েছে তাদের। শাস্তি মাথায় নিয়ে মৌসুম শুরু করেও দুঃসময় পিছু ছাড়ছে না ইতালির ক্লাবের। পাওনা বেতন না পাওয়ায় এবার জুভের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদো যে মামলা করবেন বিষয়টি নিশ্চিত করেছে ইতালির সংবাদমাধ্যম লা গাজ্জেত্তা দেলো স্পোর্ট। সংবাদমাধ্যমটি ২০ পেজের একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশি মুদ্রায় ২৩২ কোটি ৭৪ লাখ টাকা সাবেক ক্লাব জুভেন্টাসের কাছে পাওনা পাঁচবারের ব্যালন ডি অর জয়ীর। মহামারি করোনার সময় বেতন স্থগিত করার অনুরোধে রাজি হয়েছিলেন আল নাসর তারকা। তা এখনো না পাওয়ায় এবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন। তুরিনের বুড়িদের হয়ে তিন বছর খেলেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।
দুই দিন আগে জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন আরেক সাবেক ফুটবলার লিওনার্দো বোনুচ্চিও। যদিও তাঁর মামলা আর্থিক সংক্রান্ত কোনো বিষয়ে নয়। ৩৬ বছর বয়সী ডিফেন্ডার বলেছেন, ‘ভোগান্তির পর আমি সিদ্ধান্ত নিয়েছি, জুভেন্টাসের বিরুদ্ধে মামলা করার। আমি অপমানিতবোধ করেছি।’
বোনুচ্চিরটা অর্থ সংক্রান্ত না হলেও জুভেন্টাসের বিপক্ষে এর আগে পাওলো দিবালা মামলা করেছিলেন। পরে অবশ্য মামলা তুলে নেন গত মৌসুম থেকে রোমার খেলা আর্জেন্টাইন ফরোয়ার্ড। তুরিনের বুড়িদের সঙ্গে পরে ৩৫ কোটি টাকায় সমঝোতা হওয়ায়।
প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারানোর পর এবার সিরিজের মূল ম্যাচেও দারুণ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ৮৭ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ।
১৯ মিনিট আগেহামজা চৌধুরী নেই, তাই নেপাল অধিনায়ক কিরণ চেমজংয়ের কণ্ঠে আফসোসের সুর। শুধু কিরণ কেন, নেপালের ভক্ত-সমর্থকদের মধ্যেও বইছে হামজার খেলা দেখতে না পারার হতাশা। দলে না থেকেও দুই দলের সংবাদ সম্মেলেনের অনেকটা জুড়ে ছিলেন তিনি। শুনলে হয়তো আক্ষেপই হবে তাঁর। শেষ পর্যন্ত যে হার মানতে হলো চোটের কাছে!
১ ঘণ্টা আগেএশিয়া কাপ খেলতে রোববার সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে বাংলাদেশ দল। ১৯৮৬ সাল থেকে এখন পর্যন্ত ১৩ বার এশিয়া কাপে অংশ নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ মিলিয়ে সেরা সাফল্য ২০১২, ২০১৬ ও ২০১৮ এশিয়া কাপের রানার্সআপ হওয়া। সোনার হরিণ হয়ে থাকা এশিয়া শিরোপা এবার জয়ের স্বপ্ন দেখছেন তাসকিন আহমেদ।
১৬ ঘণ্টা আগেনাটকীয়তার পর শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে খেলছেন না হামজা চৌধুরী। আন্তর্জাতিক বিরতির আগে লেস্টার সিটির হয়ে শেষ ম্যাচে চোটে পড়েন তিনি। চোটের মাত্রা গুরুতর না হলেও অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ মাথায় রেখে তাঁকে নেপালে খেলানোর ঝুঁকি নিতে চাননি বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
১৭ ঘণ্টা আগে