যুক্তরাষ্ট্রের নেভাদায় রোগীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫
ক্যালিফোর্নিয়ার সীমান্তবর্তী নেভাদার স্টেজকোচ শহরের কাছে গত শুক্রবার রাতে রাডারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিধ্বস্তের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন পাইলট, একজন নার্স, এক স্বাস্থ্যকর্মী, একজন রোগী এবং রোগীর পরিবারের সদস্য।