৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় ফের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে পৃথক বন্দুক হামলায় সাতজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি ও সিএনএন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে।
সিএনএন বলছে, মাশরুম ফার্মে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। অপর আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে ওই ফার্ম থেকে আনুমানিক দুই মাইল দূরে। বন্দুক হামলার ঘটনায় চুনলি ঝাও (৬৭) নামের একজনকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত নয়।
সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, ‘সন্দেহভাজন অপরাধী পুলিশের হেফাজতে রয়েছেন। ওই এলাকার বাসিন্দাদের জন্য এখন কোনো হুমকি নেই।’
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার ঘটনায় ব্রিফ করবেন। তিনি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বলেছেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের ডেটাবেইস অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।
৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় ফের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে পৃথক বন্দুক হামলায় সাতজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি ও সিএনএন।
এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে।
সিএনএন বলছে, মাশরুম ফার্মে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। অপর আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে ওই ফার্ম থেকে আনুমানিক দুই মাইল দূরে। বন্দুক হামলার ঘটনায় চুনলি ঝাও (৬৭) নামের একজনকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত নয়।
সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, ‘সন্দেহভাজন অপরাধী পুলিশের হেফাজতে রয়েছেন। ওই এলাকার বাসিন্দাদের জন্য এখন কোনো হুমকি নেই।’
হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার ঘটনায় ব্রিফ করবেন। তিনি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বলেছেন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।
যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের ডেটাবেইস অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু।
তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বেশি আশা দেখছেন না যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও। তাঁর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি বৈঠক না হলে অগ্রগতি সম্ভব নয়।
২ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১৩ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১৩ ঘণ্টা আগে