Ajker Patrika

ক্যালিফোর্নিয়ায় ফের গুলি, নিহত ৭

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১০: ২৬
ক্যালিফোর্নিয়ায় ফের গুলি, নিহত ৭

৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ক্যালিফোর্নিয়ায় ফের গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। উত্তর ক্যালিফোর্নিয়ার হাফ মুন বেতে পৃথক বন্দুক হামলায় সাতজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি ও সিএনএন। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা ঘটে। 

সিএনএন বলছে, মাশরুম ফার্মে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। অপর আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে ওই ফার্ম থেকে আনুমানিক দুই মাইল দূরে। বন্দুক হামলার ঘটনায় চুনলি ঝাও (৬৭) নামের একজনকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে তা নিশ্চিত নয়। 

সান মাতেও কাউন্টি শেরিফ টুইটারে দেওয়া এক বার্তায় বলেছে, ‘সন্দেহভাজন অপরাধী পুলিশের হেফাজতে রয়েছেন। ওই এলাকার বাসিন্দাদের জন্য এখন কোনো হুমকি নেই।’

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়ের বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার ঘটনায় ব্রিফ করবেন। তিনি কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে বলেছেন।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চীনা চন্দ্রবর্ষের উৎসবে গুলিতে ১১ জন নিহত হন। মনটেরি পার্কে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে লস অ্যাঞ্জেলেস পুলিশ জানায়, মনটেরি পার্কের জনপ্রিয় ড্যান্স ক্লাবকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। চীনা চন্দ্রবর্ষ উদ্‌যাপন করতে অতিথিরা এখানে এসেছিলেন।

যুক্তরাষ্ট্রের গান ভায়োলেন্স আর্কাইভের ডেটাবেইস অনুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতায় অন্তত ৪৪ হাজার লোকের মৃত্যু হয়েছে। এর মধ্যে অর্ধেক মৃত্যু হত্যা, দুর্ঘটনা ও আত্মরক্ষার সঙ্গে সম্পর্কিত এবং অর্ধেক আত্মহত্যাজনিত মৃত্যু। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত