Ajker Patrika

যুক্তরাষ্ট্রের নেভাদায় রোগীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ 

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ৩৪
যুক্তরাষ্ট্রের নেভাদায় রোগীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ 

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাদায় রোগীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে রোগীসহ পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ক্যালিফোর্নিয়ার সীমান্তবর্তী নেভাদার স্টেজকোচ শহরের কাছে গত শুক্রবার রাতে রাডারের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিধ্বস্তের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন পাইলট, একজন নার্স, এক স্বাস্থ্যকর্মী, একজন রোগী এবং রোগীর পরিবারের সদস্য।

আঞ্চলিক জরুরি স্বাস্থ্যসেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে পাঁচজন আরোহীর কেউ বেঁচে নেই। সেন্ট্রাল লিয়ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট আমাদের এটি নিশ্চিত করেছে। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’ 

উড়োজাহাজ বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে শীতকালীন ঝড় ও ভারী তুষারপাত অব্যাহত রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়া, মিশিগান, অরেগনসহ বেশ কিছু অঙ্গরাজ্যে ভারী তুষারপাত হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থা ক্যালিফোর্নিয়ায়। সেখানকার প্রায় এক লাখ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বাতিল করা হয়েছে এক হাজারের বেশি ফ্লাইট। কয়েক হাজার ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

শহরটি থেকে উত্তরের দিকে যাওয়ার সবচেয়ে বড় মহাসড়ক ইন্টারস্টেট-৫ তীব্র তুষারপাতের কারণে বন্ধ ছিল। এ ছাড়া দক্ষিণের দিকে লস অ্যাঞ্জেলেসের ভেতরে এবং আশপাশের বেশ কিছু সড়ক বন্যার পানির কারণে বন্ধ বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত