ঈদ আনন্দ ও দুষ্টচক্রের খপ্পরে চামড়াশিল্প
বাজারে ফড়িয়া, মৌসুমি ব্যবসায়ী, আড়তদার, ট্যানারি মালিক নানা সমিতি, ফেডারেশনের পরিচয়ে গণমাধ্যমে কথা বলেন। তাঁদের কথা শুনে মনে হয় ব্যাংকগুলো তাঁদের কেন টাকার ভল্ট খুলে দিচ্ছে না, অতীত দায়দেনা কেন মাফ করে দিচ্ছে না! তাহলেই নাকি তাঁরা এটিকে একটি শিল্পে পরিণত করতে পারবেন।