রপ্তানি প্রণোদনা পাবে সিমেন্ট শিট ও এমএস স্টিলসহ নতুন ৪ খাত
চলতি ২০২১-২২ অর্থবছরে নতুন চারটি পণ্য রপ্তানিতে ৪ শতাংশ নগদ সহায়তা দেওয়ার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো-দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও এর পার্টস, এমএস স্টিল প্রোডাক্টস এবং সিমেন্ট শিট। এর ফলে চলতি অর্থবছরের ৪৩টি পণ্য ও খাত রপ্তানি নগদ সহায়তা পাবে