Ajker Patrika

জুবিলী ব্যাংকের অবসায়ক বিচারপতি মানিক, মাসিক ফি দেড় লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ১৬
জুবিলী ব্যাংকের অবসায়ক বিচারপতি মানিক, মাসিক ফি দেড় লাখ টাকা

কুষ্টিয়া জেলার খোকসার জুবিলী ব্যাংকের অবসায়নে অবসায়ক হিসেবে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। গত বছরের ২৯ নভেম্বর এ আদেশ দেওয়া হয়। তবে আদেশের অনুলিপি প্রকাশিত হয়েছে আজ বৃহস্পতিবার।

আদেশে অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীকে ‘দ্য অফিশিয়াল লিকুইডিটর’ হিসেবে নিয়োগ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য তাঁকে প্রতি মাসে ১ লাখ ৫০ হাজার টাকা ফি দিতে বলা হয়েছে। এ ছাড়া সুপ্রিম কোর্টের আইনজীবী ফারিয়া হককে অতিরিক্ত লিকুইডিটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁকে প্রতি মাসে ৫০ হাজার টাকা ফি দিতে বলা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘এটা বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদের ব্যাংক। ১৯৮৪ সালে এরশাদ সরকার এটির লাইসেন্স দিয়েছিল। এটি এখনো চলমান। আমি বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনব। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক কেন এটি বন্ধ করতে ব্যর্থ হয়েছে সে বিষয়ে তাঁদের কাছে ব্যাখ্যা চাইব।’

১৯১৩ সালের ১৫ এপ্রিল কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জানিপুরে ‘খোকসা জানিপুর জুবিলী ব্যাংক লিমিটেড’ নামে প্রতিষ্ঠিত হয় এটি। ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত হয়ে ব্যাংকটি বাণিজ্যিকভাবে ব্যবসা শুরু করে। ১৯৮৭ সালে নাম পরিবর্তন করে হয় ‘জুবিলী ব্যাংক লিমিটেড’।

বিভিন্ন সময় বঙ্গবন্ধুর কয়েকজন খুনি জুবিলী ব্যাংকের মালিকানায় ছিলেন। কয়েক বছর ধরে ব্যাংকটি নিয়ে জটিলতার সৃষ্টি হয়। এমন পরিস্থিতে বাংলাদেশ ব্যাংক এটির অবসায়ন চেয়ে হাইকোর্টে আবেদন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত