অনলাইন কেনাকাটায় ৫ ভুল নয়
অনলাইনে কেনাকাটার সময় কোনো জিনিস হাতে ধরে দেখা যায় না। কাপড়টা খসখসে না নরম, জুতাটা শক্ত না আরামদায়ক, তা বোঝা অনেক দায়। বিক্রেতার কথাতেই ভরসা করতে হয়। ফলে ডেলিভারির পর পণ্য পছন্দ না হলে অনেকে বিক্রেতার ওপরেই দোষ চাপান। তবে ক্রেতা নিজেও অনেক সময় ভুল করেন। প্রয়োজনীয় তথ্য জেনে কেনাকাটা করেন না।