Ajker Patrika

উ. কোরিয়ায় ১১ দিন হাসি, কেনাকাটা ও মদ্যপান নিষিদ্ধ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৭
Thumbnail image

উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি, কেনাকাটা ও মদ্যপান নিষিদ্ধ করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে এমনটি বলা হয়েছে। 

এপির প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া দেশটির সাবেক প্রেসিডেন্ট কিম জং ইল ১৯৯৪ থেকে ২০১১ পর্যন্ত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। ওই বছরই ১৭ ডিসেম্বর তিনি ৬৯ বছর বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা যান। পরে উত্তর কোরিয়ার ক্ষমতায় আসেন তাঁর ছেলে কিম জং উন। বাবার মৃত্যুর পর থেকে প্রতিবছর তাঁর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান কিম জং উন। 

এ বছর উত্তর কোরিয়ার প্রাক্তন প্রশাসক কিম জং-ইলের দশম মৃত্যুবার্ষিকী হওয়ায় শোক পালন চলবে ১১ দিন। সাধারণত, প্রতি বছর ১০ দিনের শোক পালন করা হয়। 

এপির প্রতিবেদনে বলা হয়, কিম জং ইলের দশম মৃত্যুবার্ষিকীতে ১১ দিনের জন্য দেশজুড়ে হাসি নিষিদ্ধ করছে কিম জং উন প্রশাসন। এছাড়া বাজার করা, মদ খাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সব ধরনের বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার থেকে উত্তর কোরিয়ায় কিম প্রশাসনের এই নিয়ম কার্যকর হয়েছে। কেউ এই নিয়ম অমান্য করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে উত্তর কোরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। 

উত্তর কোরিয়ার এক নাগরিকের বরাত দিয়ে রেডিও ফ্রি এশিয়া বলেছে, শোক পালনের দিনগুলোতে আত্মীয় মারা গেলে চিৎকার করে কান্না করা যাবে না পাশাপাশি সৎকারও করা যাবে না। সেই সঙ্গে এই সময় কারও জন্মদিন হলে তাও উদ্‌যাপন করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত