Ajker Patrika

হাতব্যাগ কেনায় ৫ ভুল নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৩১
হাতব্যাগ কেনায় ৫ ভুল নয়

ফ্যাশনের পাশাপাশি প্রয়োজনও মেটায় হাতব্যাগ। তাই এটি কেনার আগে যাচাই-বাছাই করে নেওয়া ভালো। ব্যবহার করে ব্যাগের দাম পুরোটা উশুল করতে চাইলে ৫ ভুল এড়িয়ে চলুন।

ছোট আকারের হাতব্যাগ কেনা
কথায় আছে, মেয়েদের হাতব্যাগে নাকি সবকিছু পাওয়া যায়। নিজেদের পাশাপাশি অন্যদের প্রয়োজন বিবেচনা করেও তাঁরা অনেক কিছু রাখেন। তাই হাতব্যাগে জিনিস রাখার জন্য তাতে জায়গা থাকা চাই। ছোট আকারের হাতব্যাগে প্রয়োজনীয় জিনিস না আটলে টাকা নষ্ট। তাই হাতব্যাগ কিনলে একটু বড় দেখেই কিনুন।

ওয়াটারপ্রুফ ব্যাগ না কেনা
বৃষ্টির দিন ব্যাগ ভিজলে চিন্তার শেষ থাকে না। পানি থেকে মোবাইল ফোন, টাকাপয়সা বা ব্যাংকের কার্ডের মতো গুরুত্বপূর্ণ জিনিসপত্র বাঁচাতে সেগুলো পলিথিনে পেঁচিয়ে নিতে হয়। এই ঝামেলায় পড়তে না চাইলে ওয়াটারপ্রুফ ব্যাগ কিনুন। বর্ষা-বাদলের দিনেও ব্যাগ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারবেন।

রং বুঝে না কেনা
পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে ব্যাগ কিনতে হলে অল্পদিনেই দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাই এমন রঙের ব্যাগ কিনুন, যেগুলো সব রঙের পোশাকের সঙ্গে মানিয়ে যায়। ব্যাগের রং কালো, সাদা, খয়েরি, ছাই, গাঢ় নীল হলে সব রঙের পোশাকের সঙ্গেই সেটি মানিয়ে যাবে।

ব্যাগের মান না দেখা
সেলাই কেমন, কোন উপাদানে তৈরি, জিপারের মান ভালো কি না, ফিতা ও পকেট সব পরীক্ষা করে তারপর ব্যাগ কেনা উচিত। শুধু দেখে পছন্দ হয়েছে বলে ব্যাগ কিনে ফেলবেন না। অনলাইনে কেনার ক্ষেত্রে ছবি দেখে সঠিক আকার বোঝা যায় না। তাই কেনার আগে বিক্রেতার কাছ থেকে প্রয়োজনীয় তথ্য জেনে নিন। ভেতরে অনেক পার্ট আছে কি না দেখে নিন। এক জায়গায় সব জিনিসের সঙ্গে মোবাইল ফোন রাখলে স্ক্র্যাচ পড়ার আশঙ্কা থাকে।

তথ্যে বিভ্রান্ত হওয়া
অনলাইন পেজে লিমিটেড স্টক দেখে বিভ্রান্ত হবেন না। স্টকে কম আছে বলেই তাড়াহুড়ো করে কিনবেন না। স্টাইলের সঙ্গে প্রয়োজনের সমন্বয় ঘটান। এ ছাড়া কেনার সময় ব্যাগটি এই উপাদানে বা ওই উপাদানে তৈরি কিংবা ব্যাগের ফিচারের তথ্য দেখে বিভ্রান্ত হবেন না। আপনার প্রয়োজন যেমন, ঠিক তেমন ব্যাগ কিনুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত