Ajker Patrika

হাওরাঞ্চলে বাজার মাতাচ্ছে ‘পুষ্পা’ ও ‘কাঁচা বাদাম’

জুয়েল আহমদ, জগন্নাথপুর (সুনামগঞ্জ) 
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৩: ০৮
Thumbnail image

সুনামগঞ্জের জগন্নাথপুরের বিপণিসহ ফুটপাতে বসা কাপড়ের দোকানে ঈদের কেনাকাটা জমে উঠেছে। আর মাত্র সপ্তাহখানেক বাকি ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের। গত দুই ঈদ ঘরবন্দী কাটানোর পর এ বছর হাওরপাড়ের মানুষের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাই আগেভাগেই কেনাকাটা সারতে বিপণিবিতানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

গতকাল শুক্রবার উপজেলা সদরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, করোনা মহামারির ধকলে গত দুই বছরে চারটি ঈদ উৎসবের পর এবারই প্রথম ঈদের কেনাকাটায় ফিরে এসেছে স্বাভাবিকতা। ক্রেতাদের ভিড় বেশি থাকায় এবং বিক্রি ভালো হওয়ায় দোকানিরাও খুশি।

তবে সরকারি বিধিনিষেধ না থাকায় এ বছর স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। ক্রেতা-বিক্রেতার মুখে নেই মাস্ক, সামাজিক দূরত্ব মানার ন্যূনতম প্রবণতাও লক্ষ করা যায়নি। কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন উপজেলাবাসী।

বিক্রেতারা জানান, বরাবরের মতো এবারের ঈদবাজারে তরুণীসহ নারীদের প্রধান আকর্ষণ নতুন কালেকশন। সম্প্রতি ‘পুষ্পা’ নামের একটি সিনেমার নাম অনুসারে ‘পুষ্পা’ এবং ভাইরাল গান ‘কাঁচা বাদাম’ গানের নামকরণে জামার নাম দেওয়া হয়েছে ‘কাঁচা বাদাম’।

আর এবার ঈদ মাঠ কাঁপাতে ওইসব বাহারি রঙের পুষ্পা ও কাঁচা বাদাম নামের নতুন দুটি থ্রি-পিসের প্রতি ছোট-বড় সবার আকর্ষণ বেশি। পুরুষদের পোশাকের মধ্যে বেশি চলছে বিভিন্ন রঙের পাঞ্জাবি-পায়জামা, শার্ট, টি-শার্ট, ডেনিম প্যান্ট, জিনস ও গ্যাবাডিন প্যান্ট।

একমাত্র ছেলে আর সঙ্গে ননদকে নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন নাঈমা খানম নামের এক স্কুলশিক্ষিকা। তিনি বলেন, ‘আগেভাগেই শপিং করতে চলে আসলাম, শেষের দিকে তো ভিড় হয়। বাচ্চার জন্য পাঞ্জাবি আর ননদের জন্য পুষ্পা থ্রি-পিস কিনেছি।’

শাড়ি কিনতে আসা রহিমা তালুকদার বলেন, ‘দুই বছর পর এবার স্বস্তিতে কেনাকাটা করতে পারছি। দামও কম।’

ঈদ উপলক্ষে বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে দোকানি রনি দাস বলেন, ‘গত দুই বছর করোনার বিধিনিষেধ থাকায় আশানুরূপ বিক্রি করতে পারিনি। সেই তুলনায় এবার ভালোই বিক্রি হচ্ছে। বেশির ভাগ ইন্ডিয়ান জামা বিক্রি হচ্ছে।’

এদিকে ক্রেতাসমাগম বেশির কারণে মার্কেটগুলোর সামনে এবং নলজুর নদীতে অবস্থিত পৌরপয়েন্টের সেতুতে দেখা যায় দীর্ঘ যানজট। উপজেলা সদরের প্রাণকেন্দ্রে দুটি সেতু দিয়ে চলাচল সহজ ছিল, কিন্তু নলজুর নদীর ওপর ডাকবাংলো সেতুটি ১৪ এপ্রিল দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হওয়ায় বিধায় যানজটের সৃষ্টি হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত