ফুলবাড়ীতে এক বাগানে আম-আঙুর চাষ করে সাড়া ফেলেছেন হাশেম
একই বাগানে আম, আঙুর, মাল্টাসহ বিভিন্ন ফলের চাষ করে সাড়া ফেলেছেন কুড়িগ্রামের ফুলবাড়ীর উদ্যোক্তা হাসেম আলী। তবে তাঁর বাগানের আঙুরই মুখ্য। বাগানের প্রায় আড়াই শ আঙুরগাছের মধ্য ৪০টি গাছে আঙুর ধরেছে। এ ছাড়া তাঁর বাগানে কাটিং পদ্ধতিতে, মাল্টা, আঙুর ও আমের চারা গাছ তৈরি করা হচ্ছে। তাঁর এই সাফল্য যেন হাসি-তা