এআই প্রস্তুতি সূচক: বাংলাদেশের চেয়ে এগিয়ে কেনিয়া ও ঘানার মতো আফ্রিকার দেশ
এআই প্রস্তুতি সূচকে বিশ্বের ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৩তম। কেনিয়া, রুয়ান্ডা, ঘানা, সেনেগালের মতো আফ্রিকার দেশের চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে। ভারত, শ্রীলঙ্কা, ভুটান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার মতো দেশতো এগিয়ে আছেই।