হ্যাকিংয়ের শিকার হয়েছিল চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই। কোম্পানিটির অভ্যন্তরীণ ম্যাসেজিং ব্যবস্থা ভেদ করে গত বছর এআই প্রযুক্তির নকশা সম্পর্কে বিশদ তথ্য চুরি করে এক হ্যাকার। ওপেনএআইয়ের কর্মরত দুই ব্যক্তির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কোম্পানিটি।
কোম্পানির অনলাইন ফোরাম থেকে তথ্য চুরি করে ওই হ্যাকার। এই ফোরামের সর্বশেষ সব প্রযুক্তি নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মীরা। এই ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। তবে ওপেনেআইয়ের প্রধান এআই অলগারিদম বা ফ্রেমওয়ার্ক চুক্তি করতে পারেনি।
২০২৩ সালের এপ্রিলে এক বৈঠকে কোম্পানির কর্মীদের জানায় হ্যাকিংয়ের বিষয়টি ওপেনএআইয়ের নির্বাহীরা। কোম্পানির পরিচালনা পর্ষদকেও বিষয়টি জানানো হয়েছিল। তবে জনসাধারণের কাছে খবরটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন কোম্পানিটির নির্বাহীরা।
গ্রাহকের কোনো তথ্য চুরি হয়নি বলে ওপেনএআই ঘটনাটি প্রকাশ করার প্রয়োজনীয়তা বোধ করেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকেও (এফবিআই) তেমন করে অবহিত করেনি ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানায়, চীনভিত্তিক প্রতিপক্ষরা কোম্পানির এআই বিষয়ক তথ্য চুরি করতে পারে বলে কোম্পানির কর্মীরা ভয় পেয়েছিল। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে বলে আশংকা করেন তারা।
গত বছরের মে মাসে ওপেনএআই বলে, ইন্টারনেটজুড়ে ‘প্রতারণামূলক’ কাজে তাদের এআই মডেল ব্যবহার হচ্ছে এমন পাঁচটি গোপন কার্যক্রমে বাধা দিয়েছে তারা। এছাড়া এআই নিয়ে কোজ করছে এমন ১৬টি কোম্পানি একটি আন্তর্জাতিক সভায় প্রযুক্তিটি নিরাপদে বিকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের গবেষণার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলে, সার্চের ইঞ্জিনের (যেমন—গুগল) মতো এতটা শক্তিশালী নয় এআই। তবে এরপরও এআই প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কোম্পানিগুলোর পদক্ষেপ নেওয়া উচিত। এআই যেন কোনো সামাজিক ক্ষতি না করতে পারে, এ জন্য মোটা অঙ্কের জরিমানা নির্ধারণের জন্য চেষ্টা করছে আইনপ্রণেতারা।
তথ্যসূত্র: ম্যাশাবল
হ্যাকিংয়ের শিকার হয়েছিল চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানি ওপেনএআই। কোম্পানিটির অভ্যন্তরীণ ম্যাসেজিং ব্যবস্থা ভেদ করে গত বছর এআই প্রযুক্তির নকশা সম্পর্কে বিশদ তথ্য চুরি করে এক হ্যাকার। ওপেনএআইয়ের কর্মরত দুই ব্যক্তির বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বলছে, বিষয়টি লুকিয়ে রাখার চেষ্টা করেছিল কোম্পানিটি।
কোম্পানির অনলাইন ফোরাম থেকে তথ্য চুরি করে ওই হ্যাকার। এই ফোরামের সর্বশেষ সব প্রযুক্তি নিয়ে আলোচনা করেন কোম্পানির কর্মীরা। এই ফোরামের সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। তবে ওপেনেআইয়ের প্রধান এআই অলগারিদম বা ফ্রেমওয়ার্ক চুক্তি করতে পারেনি।
২০২৩ সালের এপ্রিলে এক বৈঠকে কোম্পানির কর্মীদের জানায় হ্যাকিংয়ের বিষয়টি ওপেনএআইয়ের নির্বাহীরা। কোম্পানির পরিচালনা পর্ষদকেও বিষয়টি জানানো হয়েছিল। তবে জনসাধারণের কাছে খবরটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন কোম্পানিটির নির্বাহীরা।
গ্রাহকের কোনো তথ্য চুরি হয়নি বলে ওপেনএআই ঘটনাটি প্রকাশ করার প্রয়োজনীয়তা বোধ করেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাকেও (এফবিআই) তেমন করে অবহিত করেনি ওপেনএআই।
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানায়, চীনভিত্তিক প্রতিপক্ষরা কোম্পানির এআই বিষয়ক তথ্য চুরি করতে পারে বলে কোম্পানির কর্মীরা ভয় পেয়েছিল। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি হতে পারে বলে আশংকা করেন তারা।
গত বছরের মে মাসে ওপেনএআই বলে, ইন্টারনেটজুড়ে ‘প্রতারণামূলক’ কাজে তাদের এআই মডেল ব্যবহার হচ্ছে এমন পাঁচটি গোপন কার্যক্রমে বাধা দিয়েছে তারা। এছাড়া এআই নিয়ে কোজ করছে এমন ১৬টি কোম্পানি একটি আন্তর্জাতিক সভায় প্রযুক্তিটি নিরাপদে বিকাশ করার প্রতিশ্রুতি দিয়েছে।
অ্যানথ্রপিক ও ওপেনএআইয়ের গবেষণার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলে, সার্চের ইঞ্জিনের (যেমন—গুগল) মতো এতটা শক্তিশালী নয় এআই। তবে এরপরও এআই প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কোম্পানিগুলোর পদক্ষেপ নেওয়া উচিত। এআই যেন কোনো সামাজিক ক্ষতি না করতে পারে, এ জন্য মোটা অঙ্কের জরিমানা নির্ধারণের জন্য চেষ্টা করছে আইনপ্রণেতারা।
তথ্যসূত্র: ম্যাশাবল
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৪ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে