এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেয় গুগল।
গুগল টান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করেছে কোম্পানিটি । প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকর।
ব্লগ পোস্টে বলা হয়, এর আগে কখনো এতগুলো ভাষা একই সঙ্গে যুক্ত করা হয়নি। এর আগে শুধু ১৩৩টি ভাষা অনুবাদ করতে পারত গুগল ট্রান্সলেট। নতুন আপডেটের পর প্ল্যাটফরমটি মোট ২৪৩টি ভাষায় অনুবাদ করতে পারবে।
২০২২ সালের নভেম্বরে গুগল ১ হাজার ভাষা যুক্ত করার জন্য উদ্যোগ নেয়। বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত ১ হাজার কথ্য ভাষা সমর্থন করার জন্য এআই মডেল তৈরি করার প্রতিশ্রুতি দেয় গুগল। প্ল্যাটফরমটিতে ১১০টি নতুন ভাষা যুক্ত করার বিষয়টি সেই উদ্যোগের অংশ।
নতুন ভাষা বেছে নেওয়ার জন্য প্রতিটি ভাষার সবচেয়ে বেশি ব্যবহৃত রূপগুলো অগ্রাধিকার দিয়েছে গুগল। বিষয়টি স্পষ্ট করতে একটি উদাহরণ দিয়েছে কোম্পানিটি। গুগল বলেছে, ইউরোপজুড়ে রোমানি ভাষার অনেকগুলো উপভাষা রয়েছে। এ ক্ষেত্রে দক্ষিণী ভ্লাক্স রোমানি ভাষা বেছে নিয়েছে এআই মডেলটি । কারণ এটি অনলাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ ছাড়া ভাষাগুলোর বিশালসংখ্যক টেক্সটের প্রাপ্যতার ভিত্তিতে এসব ভাষা নির্বাচন করা হয়। কারণ টেক্সটের ওপর ভিত্তি করেও এআই মডেল প্রশিক্ষিত হয়। জিবুতি, ইরিত্রিয়া ও ইথিওপিয়ায় ব্যবহৃত কথ্য ভাষা ‘আফার’কেও যুক্ত করে গুগল। উল্লেখ্য, মোট নতুন ভাষার এক-চতুর্থাংশ আফ্রিকার। এ ছাড়া ভারতের আওয়াধি ও মাড়ওয়ারি ভাষাও যুক্ত করা হয়েছে।
যেকোনো ব্রাউজার থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে গিয়ে এসব ভাষায় অনুবাদ করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের অ্যাপ থেকেও এসব ভাষা ব্যবহার করা যাবে।
অন্যান্য টেক কোম্পানির মতো বিভিন্ন পণ্য ও সেবার মানোন্নয়নে এআই প্রযুক্তি ব্যবহার করছে গুগল। জিমেইল, সার্চ ও মেসেজিংয়ের ক্ষেত্রেও এআই ব্যবহার করেছে টেক জায়ান্টটি। মে মাসে অনুষ্ঠিত ডেভেলপার সম্মেলনেও কোম্পানিটি এআইয়ের ওপর গুরুত্ব দেওয়ার ঘোষণা দেয়। অ্যাপল ও মাইক্রোসফটও তাদের পণ্য ও সেবায় এআই ব্যবহার করছে। আর এ মাসের শুরুতে আইফোনে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ যুক্ত করার ঘোষণা দেয় অ্যাপল।
এখন আরও ১১০টি ভাষায় অনুবাদ করে দিতে পারবে গুগল ট্রান্সলেট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে নতুন ভাষাগুলো যুক্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে এ ঘোষণা দেয় গুগল।
গুগল টান্সলেটে এসব ভাষা যুক্ত করার জন্য নিজেদের লার্জ ল্যাংগুয়েজ মডেল ‘পিএএলএম ২’ ব্যবহার করেছে কোম্পানিটি । প্রায় কাছাকাছি ধরনের বা কোনো ভাষার আঞ্চলিক উপভাষাগুলো শেখার ক্ষেত্রে এই মডেল বিশেষভাবে কার্যকর।
ব্লগ পোস্টে বলা হয়, এর আগে কখনো এতগুলো ভাষা একই সঙ্গে যুক্ত করা হয়নি। এর আগে শুধু ১৩৩টি ভাষা অনুবাদ করতে পারত গুগল ট্রান্সলেট। নতুন আপডেটের পর প্ল্যাটফরমটি মোট ২৪৩টি ভাষায় অনুবাদ করতে পারবে।
২০২২ সালের নভেম্বরে গুগল ১ হাজার ভাষা যুক্ত করার জন্য উদ্যোগ নেয়। বিশ্বজুড়ে সর্বাধিক ব্যবহৃত ১ হাজার কথ্য ভাষা সমর্থন করার জন্য এআই মডেল তৈরি করার প্রতিশ্রুতি দেয় গুগল। প্ল্যাটফরমটিতে ১১০টি নতুন ভাষা যুক্ত করার বিষয়টি সেই উদ্যোগের অংশ।
নতুন ভাষা বেছে নেওয়ার জন্য প্রতিটি ভাষার সবচেয়ে বেশি ব্যবহৃত রূপগুলো অগ্রাধিকার দিয়েছে গুগল। বিষয়টি স্পষ্ট করতে একটি উদাহরণ দিয়েছে কোম্পানিটি। গুগল বলেছে, ইউরোপজুড়ে রোমানি ভাষার অনেকগুলো উপভাষা রয়েছে। এ ক্ষেত্রে দক্ষিণী ভ্লাক্স রোমানি ভাষা বেছে নিয়েছে এআই মডেলটি । কারণ এটি অনলাইনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ ছাড়া ভাষাগুলোর বিশালসংখ্যক টেক্সটের প্রাপ্যতার ভিত্তিতে এসব ভাষা নির্বাচন করা হয়। কারণ টেক্সটের ওপর ভিত্তি করেও এআই মডেল প্রশিক্ষিত হয়। জিবুতি, ইরিত্রিয়া ও ইথিওপিয়ায় ব্যবহৃত কথ্য ভাষা ‘আফার’কেও যুক্ত করে গুগল। উল্লেখ্য, মোট নতুন ভাষার এক-চতুর্থাংশ আফ্রিকার। এ ছাড়া ভারতের আওয়াধি ও মাড়ওয়ারি ভাষাও যুক্ত করা হয়েছে।
যেকোনো ব্রাউজার থেকে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে গিয়ে এসব ভাষায় অনুবাদ করা যাবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের অ্যাপ থেকেও এসব ভাষা ব্যবহার করা যাবে।
অন্যান্য টেক কোম্পানির মতো বিভিন্ন পণ্য ও সেবার মানোন্নয়নে এআই প্রযুক্তি ব্যবহার করছে গুগল। জিমেইল, সার্চ ও মেসেজিংয়ের ক্ষেত্রেও এআই ব্যবহার করেছে টেক জায়ান্টটি। মে মাসে অনুষ্ঠিত ডেভেলপার সম্মেলনেও কোম্পানিটি এআইয়ের ওপর গুরুত্ব দেওয়ার ঘোষণা দেয়। অ্যাপল ও মাইক্রোসফটও তাদের পণ্য ও সেবায় এআই ব্যবহার করছে। আর এ মাসের শুরুতে আইফোনে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ যুক্ত করার ঘোষণা দেয় অ্যাপল।
টিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
২ ঘণ্টা আগেচুরি করা অ্যান্ড্রয়েড ফোন এখন বিক্রি বা ব্যবহার করা আরও কঠিন হয়ে পড়বে। ফোন চুরির ঘটনা ঠেকাতে উন্নত সুরক্ষা ব্যবস্থা আনছে প্রযুক্তি জায়ান্ট গুগল। ‘দ্য অ্যান্ড্রয়েড শো: আই/ও এডিশন’ অনুষ্ঠানে অ্যান্ড্রয়েড ১৬ ও ওয়্যার ওএস ৬-এর প্রিভিউ প্রদর্শনের সময় প্রতিষ্ঠানটি নতুন একটি ফিচারের ঘোষণা দেয়, যার নাম
৩ ঘণ্টা আগেসৌদি কোম্পানি হিউমেইনকে ১৮ হাজারেরও বেশি সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ করবে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া। গত মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত সৌদি-আমেরিকান বিনিয়োগ ফোরামে এই ঘোষণা দেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ চিপগুলো সৌদি আরবে বৃহৎ পরিসরে
৪ ঘণ্টা আগে