চরের জাহাজ ঘোড়ার গাড়ি
‘ভাওয়াইয়া গানের ধাম, নদ-নদীময় কুড়িগ্রাম’—এ প্রতিপাদ্যই কুড়িগ্রাম জেলার পরিচিতি তুলে ধরে। বৃহত্তম নদ ব্রহ্মপুত্রসহ দুধকুমার, ধরলা ও তিস্তা নদী এ জেলার ওপর দিয়ে প্রবাহিত। বর্ষা মৌসুমে এসব নদীর পানিতে প্লাবিত চরাঞ্চল শুষ্ক মৌসুমে ধু ধু মরুভূমি সদৃশ হয়। এ অবস্থায় চর অঞ্চলে পণ্য পরিবহনের একমাত্র বাহন হয়ে