Ajker Patrika

তৈরি হবে প্রতিবন্ধীদের জন্য হাসপাতাল

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ১০
তৈরি হবে প্রতিবন্ধীদের জন্য হাসপাতাল

কুড়িগ্রামে প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে সরকার, যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মনে করছে, হাসপাতালটি তৈরি হলে জেলার প্রতিবন্ধীদের চিকিৎসা ও পুনর্বাসনের সুবিধা হবে।

কুড়িগ্রাম পৌরসভার চড়ুয়াপাড়া এলাকার ১০ বছরের শিশু রাবিনা আক্তার ভাতা পেলেও থেরাপি আর চিকিৎসা বঞ্চিত হচ্ছে, এতে মানবেতর জীবন যাপন করছে প্রতিবন্ধী এই শিশু। রাবিনার জন্য তার পরিবার একটি পুরোনো হুইলচেয়ার জোগাড় করলেও সেই চেয়ারের চলাচলের জন্য তার বাড়িতে কোনো ব্যবস্থা নেই। ফলে হুইলচেয়ার আর রাবিনার ভাগ্যের চাকা নিশ্চল হয়ে গেছে। দিনমজুর বাবার স্বল্প আয়ের সংসারে তাই রাবিনা অনেকটাই ‘বোঝা’।

২০১১ সালের আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী কুড়িগ্রামের প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা জেলার মোট জনসংখ্যার ১ দশমিক ৫ ভাগ। বর্তমানে জেলায় প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৫৩ হাজার। সমাজসেবা কার্যালয়ের বিদায়ী বছরের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী ভাতাপ্রাপ্ত প্রতিবন্ধীর সংখ্যা ৩৭ হাজার। কুড়িগ্রামের বড়সংখ্যক এই প্রতিবন্ধী মানুষের পুনর্বাসন, সেবা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য জেলায় একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘ আমরা একটি বিশেষায়িত হাসপাতালে প্রস্তাব পাঠিয়েছি, যা স্বাস্থ্য মন্ত্রণালয়ে রয়েছে। এর জন্য অখণ্ড প্রায় ৯ একর জমির প্রস্তাব ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি বাস্তবায়িত হলে এখানে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা থাকবে। এর ফলে তাদের উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত