শেকলের দূরত্বে সীমাবদ্ধ রাসেলের চলাচল
জন্মের পর স্বাভাবিক জীবন ছিল রাসেল মিয়ার। শৈশব, কৈশর কেটেছে দুরন্তপনায়। পাঁচ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রাসেল মিয়া। ২০ বছরের এই তরুণের ছুটে চলার গণ্ডি সীমাহীন হওয়ার কথা, কিন্তু তাঁর জীবনের গতি শেকলের দূরত্বে সীমাবদ্ধ হয়ে পড়েছে।