কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম জেলা শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভেতর মাঈদুল ইসলাম বাপ্পি (২০) নামে এক বিড়িশ্রমিককে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত খোকন ইসলামকে (২৭) গ্রেপ্তারের দাবিতে নিহত শ্রমিকের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় সড়কের ওপরেই মরদেহ গোসল করান বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন। দুপুর ১২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে অনড় বিক্ষোভকারীরা প্রতিবাদ হিসেবে সড়কেই মরদেহের গোসলের আয়োজন করেন। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধ চলাকালে সড়কের উভয় প্রান্তে যানবাহনের ভিড় জমে। পরে বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করে পুলিশ। বেলা সাড়ে চারটা পর্যন্ত সড়কে মরদেহ নিয়ে বিক্ষোভের পর মরদেহ দাফনের জন্য নিয়ে যান এলাকাবাসী। পরে অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের ছেলে আবু সুফিয়ান পাভেল, ভাই আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তাতেও সরেননি বিক্ষোভকারীরা।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছেন। তাদের দাবির বিষয়ে কাজ করছে পুলিশ।’
আসামি গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, নিহত বাপ্পির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে জেলা শহরের পুরোনো রেলস্টেশন এলাকায় জলিল বিড়ি ফ্যাক্টরিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিড়িশ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পিকে হত্যার অভিযোগ ওঠে অপর বিড়িশ্রমিক খোকন ইসলামের বিরুদ্ধে। ঘটনার পরপরই পালিয়ে যায় খোকন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, জলিল বিড়ি ফ্যাক্টরি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পারিবারিক প্রতিষ্ঠান।
কুড়িগ্রাম জেলা শহরের জলিল বিড়ি ফ্যাক্টরির ভেতর মাঈদুল ইসলাম বাপ্পি (২০) নামে এক বিড়িশ্রমিককে হত্যার প্রতিবাদ ও হত্যাকাণ্ডে অভিযুক্ত খোকন ইসলামকে (২৭) গ্রেপ্তারের দাবিতে নিহত শ্রমিকের মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় সড়কের ওপরেই মরদেহ গোসল করান বিক্ষুব্ধ এলাকাবাসী।
আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের রিভারভিউ উচ্চবিদ্যালয়ের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে রাস্তা অবরোধ করেন। দুপুর ১২টা থেকে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। হত্যাকারীকে গ্রেপ্তারের দাবিতে অনড় বিক্ষোভকারীরা প্রতিবাদ হিসেবে সড়কেই মরদেহের গোসলের আয়োজন করেন। এ সময় তাঁরা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অবরোধ চলাকালে সড়কের উভয় প্রান্তে যানবাহনের ভিড় জমে। পরে বিকল্প সড়কে যান চলাচলের ব্যবস্থা করে পুলিশ। বেলা সাড়ে চারটা পর্যন্ত সড়কে মরদেহ নিয়ে বিক্ষোভের পর মরদেহ দাফনের জন্য নিয়ে যান এলাকাবাসী। পরে অবরোধ তুলে নেওয়া হয়।
এদিকে সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অবরোধ ভেঙে দেওয়ার চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হন বিক্ষোভকারীরা। কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের ছেলে আবু সুফিয়ান পাভেল, ভাই আতাউর রহমান ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলে তাতেও সরেননি বিক্ষোভকারীরা।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়েছেন। তাদের দাবির বিষয়ে কাজ করছে পুলিশ।’
আসামি গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, নিহত বাপ্পির মা বাদী হয়ে মামলা করেছেন। আসামি গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দ্রুত আসামিকে গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার বিকেলে জেলা শহরের পুরোনো রেলস্টেশন এলাকায় জলিল বিড়ি ফ্যাক্টরিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিড়িশ্রমিক মাঈদুল ইসলাম বাপ্পিকে হত্যার অভিযোগ ওঠে অপর বিড়িশ্রমিক খোকন ইসলামের বিরুদ্ধে। ঘটনার পরপরই পালিয়ে যায় খোকন। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, জলিল বিড়ি ফ্যাক্টরি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পারিবারিক প্রতিষ্ঠান।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
২ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪