কুড়িগ্রাম প্রতিনিধি
জন্মের পর স্বাভাবিক জীবন ছিল রাসেল মিয়ার। শৈশব, কৈশর কেটেছে দুরন্তপনায়। পাঁচ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রাসেল মিয়া। ২০ বছরের এই তরুণের ছুটে চলার গণ্ডি সীমাহীন হওয়ার কথা, কিন্তু তাঁর জীবনের গতি শেকলের দূরত্বে সীমাবদ্ধ হয়ে পড়েছে। টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না। তাঁকে নিয়ন্ত্রণ করতে শেকলে বেঁধেই রাখছে পরিবার।রাসেল মিয়ার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শ্রীফলগাতি গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হান্নান-রাশেদা বেগম দম্পতির ছেলে।
আব্দুল হান্নান চুক্তিতে ডাকপিয়নের কাজ করেন। স্বল্প আয়ে পরিবারের ভরণপোষণ মেটাতে হিমশিম খাওয়া আব্দুল মান্নান ছেলের চিকিৎসা খরচ মেটাতে পারছেন না। ফলে দুই বছর ধরে ছেলেকে শেকলে বেঁধে রেখেছেন তাঁরা।টিনের একটি ঘরে রাসেলের পায়ে লোহার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দুই বছর ধরে ওই ঘরের ভেতর কখনো দাঁড়িয়ে আবার কখনোবা শুয়ে-বসে সময় কাটে তাঁর। শিকলের আয়তনে তাঁর জীবনের পরিসীমা। ছোটাছুটির চেষ্টা আর ব্যর্থ হয়ে চিৎকার করে বাড়ি মাতিয়ে রাখেন রাসেল। অর্থকষ্টে সন্তানের এমন অসহনীয় জীবনযাপনে নিরুপায় হয়ে পড়েছেন রাসেলের মা-বাবা।বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে রাসেল বড়। পাঁচ বছর আগে হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে।
অভাবের সংসারে যা কিছু ছিল, সব বিক্রি করে ওর চিকিৎসার পেছনে ব্যয় করেছি। কিন্তু কিছুতেই সুফল হয়নি। তাকে নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য দুই বছর ধরে তাকে শেকলে বেঁধে রাখা হয়েছে।’আব্দুল হান্নান আরও বলেন, ‘এখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমিই একমাত্র সংসারের উপার্জনকারী। বসতবাড়ি ছাড়া আর কিছু নাই। চিকিৎসার অভাবে ছেলেটা চোখের সামনে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে।’ সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা কামনা করেন রাসেলের বাবা।যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ‘রাসেলের সুচিকিৎসা প্রয়োজন। আমি তাঁকে সামর্থ্যের মধ্যে আর্থিক সহযোগিতা করেছি। তবে তা যথেষ্ট নয়।’রৌমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘তাঁকে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আর্থিক সহযোগিতাসহ ওষুধ কিনে দেওয়া হয়েছে। তাঁর প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগির সে ভাতার আওতায় আসবে।’
জন্মের পর স্বাভাবিক জীবন ছিল রাসেল মিয়ার। শৈশব, কৈশর কেটেছে দুরন্তপনায়। পাঁচ বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রাসেল মিয়া। ২০ বছরের এই তরুণের ছুটে চলার গণ্ডি সীমাহীন হওয়ার কথা, কিন্তু তাঁর জীবনের গতি শেকলের দূরত্বে সীমাবদ্ধ হয়ে পড়েছে। টাকার অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না। তাঁকে নিয়ন্ত্রণ করতে শেকলে বেঁধেই রাখছে পরিবার।রাসেল মিয়ার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শ্রীফলগাতি গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল হান্নান-রাশেদা বেগম দম্পতির ছেলে।
আব্দুল হান্নান চুক্তিতে ডাকপিয়নের কাজ করেন। স্বল্প আয়ে পরিবারের ভরণপোষণ মেটাতে হিমশিম খাওয়া আব্দুল মান্নান ছেলের চিকিৎসা খরচ মেটাতে পারছেন না। ফলে দুই বছর ধরে ছেলেকে শেকলে বেঁধে রেখেছেন তাঁরা।টিনের একটি ঘরে রাসেলের পায়ে লোহার শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দুই বছর ধরে ওই ঘরের ভেতর কখনো দাঁড়িয়ে আবার কখনোবা শুয়ে-বসে সময় কাটে তাঁর। শিকলের আয়তনে তাঁর জীবনের পরিসীমা। ছোটাছুটির চেষ্টা আর ব্যর্থ হয়ে চিৎকার করে বাড়ি মাতিয়ে রাখেন রাসেল। অর্থকষ্টে সন্তানের এমন অসহনীয় জীবনযাপনে নিরুপায় হয়ে পড়েছেন রাসেলের মা-বাবা।বাবা আব্দুল হান্নান বলেন, ‘আমার দুই ছেলের মধ্যে রাসেল বড়। পাঁচ বছর আগে হঠাৎ করে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সে।
অভাবের সংসারে যা কিছু ছিল, সব বিক্রি করে ওর চিকিৎসার পেছনে ব্যয় করেছি। কিন্তু কিছুতেই সুফল হয়নি। তাকে নিয়ন্ত্রণ করা যায় না। এ জন্য দুই বছর ধরে তাকে শেকলে বেঁধে রাখা হয়েছে।’আব্দুল হান্নান আরও বলেন, ‘এখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না। আমিই একমাত্র সংসারের উপার্জনকারী। বসতবাড়ি ছাড়া আর কিছু নাই। চিকিৎসার অভাবে ছেলেটা চোখের সামনে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে।’ সমাজের সামর্থ্যবানদের সহযোগিতা কামনা করেন রাসেলের বাবা।যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ‘রাসেলের সুচিকিৎসা প্রয়োজন। আমি তাঁকে সামর্থ্যের মধ্যে আর্থিক সহযোগিতা করেছি। তবে তা যথেষ্ট নয়।’রৌমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘তাঁকে আমাদের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আর্থিক সহযোগিতাসহ ওষুধ কিনে দেওয়া হয়েছে। তাঁর প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগির সে ভাতার আওতায় আসবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪