হাতিয়ার গুচ্ছগ্রামের পুকুরে মিলল ইলিশ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ‘যুগান্তর গুচ্ছগ্রাম’ এর একটি পুকুরে বিভিন্ন সাইজের ৪০-৪৫টি ইলিশ পাওয়া গেছে। সাগরের ইলিশ পুকুরে পাওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। তবে মৎস্য গবেষক ও সংশ্লিষ্টরা বলছেন, সাগর-নদী তীরবর্তী এলাকার পুকুরে ইলিশ মাছ পাওয়াটা স্বাভাবিক।