Ajker Patrika

বাবাকে পিটিয়ে গুরুতর আহত, ছেলে আটক

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১১: ০৩
বাবাকে পিটিয়ে গুরুতর আহত, ছেলে আটক

ফেনীর ছাগলনাইয়ায় ছেলের বিরুদ্ধে মাতাল হয়ে বাবাকে বেদমভাবে পিটিয়ে মাথা ও চোখে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে উপজেলার মহামায়া ইউনিয়নের উত্তর সতর এলাকার হাজী আবদুর রশিদের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে ছেলে সাইফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, ছেলে সাইফুল ইসলাম একজন প্রবাসী। তিনি সম্প্রতি বিদেশ থেকে ফিরে মাদক সেবন করে বেপরোয়াভাবে চলছিলেন। স্থানীয়দের মাধ্যমে এ বিষয়ে জানতে পারেন তাঁর বাবা আবদুর রউফ। তিনি ছেলেকে বিভিন্ন সময় মাদক সেবন এবং আড্ডা থেকে বিরত থাকতে শাসন করতেন। গত সোমবার রাতে এ বিষয়ে কথা বললে ছেলে সাইফুল ইসলাম ক্ষিপ্ত হয়ে বাড়িতে থাকা কাঠের চেয়ার ভেঙে খুঁটি দিয়ে বাবার মাথায়, বুকে ও পিঠে বেদম আঘাত করেন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। তাঁর মাথায় ২৭টি সেলাই করা হয়েছে। দুটি চোখে খুব জখম হয়েছে বলে জানা গেছে।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, মাথায়, চোখে ও বুকে মারাত্মক জখম হয়েছে আবদুর রউফের। তিনি হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এ ব্যাপারে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে রাতেই সাইফুল ইসলামকে আটক করে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়ার প্রস্তুতি চলছে। বিষয়টি ক্ষতিয়ে দেখছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পত্রিকায় নিবন্ধ লেখার পর বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাকে ফেরত নেওয়ার অনুরোধ কাতারের

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অগ্রগতি জানাবে ইউজিসি

বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার ‘ফেরার পরিকল্পনা’ ঘিরে গোপন বৈঠক, গ্রেপ্তার ২২ নেতা-কর্মী কারাগারে

পর্যটকদের জন্য দ্বার খুলে দিচ্ছে বিশ্বের অন্যতম নিঃসঙ্গ একটি দেশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত