Ajker Patrika

ফেনীতে চার মাসে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১১: ১২
ফেনীতে চার মাসে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে চার মাসে ৬৩ অভিযানে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন অপরাধে এসব প্রতিষ্ঠানকে ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযানে মূল্য তালিকা না থাকা, তালিকা হালনাগাদ না করা, পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা, হোটেল ও বেকারীতে অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করায় জরিমানা করা হয়।

এ ছাড়া উৎপাদন ও পরিবেশন, ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন বিষয় অমান্য করায় প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

কার্যালয় সূত্র জানা গেছে, জানুয়ারিতে জেলা জুড়ে ১৭টি অভিযান পরিচালনা করে ২৮টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইভাবে ফেব্রুয়ারিতে ১৩টি অভিযান পরিচালনা করে ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা, মার্চে ১২টি অভিযান পরিচালনা করে ২০টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার টাকা, এপ্রিলে ১৮টি অভিযান পরিচালনা করে ৩৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬৭ হাজার টাকা এবং চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত ৩টি অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল চাকমা আজকের পত্রিকাকে বলেন, ভোক্তার অভিযোগের প্রেক্ষিতেও এসব অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া তেলের বাজার দর নিয়ন্ত্রণে চার মাসে ১০৫ প্রতিষ্ঠানকে জরিমানা এবং খুচরা বিক্রেতাদের নিয়মিত তদারকি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১ হাজার টাকায় ৪ থ্রি-পিস দেওয়ার বিজ্ঞাপন দেখে নারীদের ভিড়, বেকায়দায় শোরুম কর্তৃপক্ষ

একাত্তরের হত্যাযজ্ঞে সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন: জামায়াত

মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি: কানাডার প্রধানমন্ত্রী

আ.লীগ-জাপাকে ভোটের বাইরে রাখলে গৃহযুদ্ধের সূত্রপাত হতে পারে: শামীম পাটোয়ারী

আ.লীগ নেতার মরদেহ উদ্ধার, ছেলেকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ