Ajker Patrika

এ্যানির গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১০: ৫৯
এ্যানির গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

লক্ষ্মীপুরে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ‘সরকারবিরোধী’ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার বিকেলে আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। বেলা তিনটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন হাজারো নেতা-কর্মী।
এ সময় বক্তারা বলেন, লক্ষ্মীপুরের মাটি, শেখ হাসিনার ঘাঁটি। শান্ত লক্ষ্মীপুরকে এ্যানি উসকানিমূলক বক্তব্য দিয়ে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত। এতে কোনো লাভ হবে না। লক্ষ্মীপুরের আওয়ামী লীগ এবং এর সংগঠনগুলোর নেতা-কর্মীরা রাজপথকে নিরাপদ রাখার জন্য সব সময় ঐক্যবদ্ধ। এখানে কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যদি কেউ বিশৃঙ্খলার চেষ্টা করে, তাহলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

এদিকে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমার বক্তব্য নিয়ে আওয়ামী লীগ নোংরা রাজনীতি করছে। আমাদের বাড়িঘরে বারবার আক্রমণ এবং আমাদের বহু নেতা-কর্মী গুম, খুন, হামলার শিকার হয়েছেন। বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। আমি কোনো উসকানিমূলক কথা বলিনি। যা সত্য, তা-ই বলেছি।’

সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও সমাবেশ হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কবির হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, জসিম উদ্দিন, রাসেল মাহমুদ মান্না, জহির উদ্দিন বাবর, আমজাদ মাস্টার; সাবেক জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, চৌধুরী মাহমুদুন্নবী সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে লক্ষ্মীপুরে এ্যানির বাসভবন প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী বিএনপি নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। বলেন, যেখানে বাধা হবে, সেখানে প্রতিরোধ করা হবে। আন্দোলনের জন্য ঢাকার অপেক্ষায় বসে থাকলে হবে না। লক্ষ্মীপুর থেকে বিএনপির 
আন্দোলন গড়ে তুলতে হবে। দলের নেতাদের বাড়িঘরে বারবার আক্রমণ ও বহু নেতা-কর্মী গুম, খুন, হামলার শিকার হয়েছেন। এবার প্রতিরোধের সময় এসেছে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এ্যানি আরও বলেন, দেশের কোটি কোটি টাকা পাচার করে সরকার ঋণে জর্জরিত করে রাখছে দেশটাকে। যে শিশু আজ জন্মগ্রহণ করছে, তার মাথায়ও ঋণের বোঝা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত