কাপ্তাইয়ে ‘রিলং পোয়ে’ গেয়ে মারমাদের বর্ষবরণ
‘সাংগ্রাইমা ঞিঞি ঞাঞা রিকজাইগাইপামে, ওও ঞি কো রো ওও মি ম্রি রো, লাগাই লাগাই, চুইপ্যগাইমেলেহ্।’ অর্থাৎ নববর্ষে সবাই মিলে এক সমানে একসঙ্গে জল খেলতে যায়, ও ও ভাইয়েরা, ও ও বোনেরা, খুশিতে মিলিত হয়। আজ শনিবার সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা রাঙামাটির কাপ্তাইয়ে এই গান গেয়েই সাংগ্রাই বা বর্ষবরণের সূচনা করেছে।