Ajker Patrika

পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সর্বনিম্নে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
পানির অভাবে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন সর্বনিম্নে

দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই হাইড্রোলিক পাওয়ার স্টেশনে পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। অনাবৃষ্টি ও দাবদাহে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ায় এই সংকট দেখা দিয়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে একটি ইউনিট চালু রয়েছে।

এদিকে পানি কমে যাওয়ায় শুধু বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে তা নয়, এ ছাড়া কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ ছাড়া হ্রদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি উপজেলার সঙ্গে নৌপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাতে মানুষের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।

আজ রোববার সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার এ টি এম আবদুজ্জাহের বলেন, হ্রদের পানি কমে যাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানির অভাবে কেন্দ্রের সব কটি ইউনিট সচল রাখা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে। তিনি জানান, কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে ১ নম্বর ইউনিট চালু রয়েছে। প্রায় এক মাস ধরে এই ইউনিট থেকে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত প্রকৌশলী বলেন, আজ রোববার সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই হ্রদের পানির পরিমাণ ৭৩.৬২। রুল কার্ভ অনুযায়ী এ সময় হ্রদে পানি থাকার কথা ৭৮.২০ ফুট এমএসএল। পার্বত্য চট্টগ্রামে প্রচুর বৃষ্টিপাত না হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয় বলে প্রকৌশলীরা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত