কাতারের বিলাসবহুল উড়োজাহাজ: রাষ্ট্রীয় অনুদানকে ‘উপহার’ বলে চালিয়ে দিলেন ট্রাম্প
প্রাথমিকভাবে উড়োজাহাজটি ইজারা নেওয়ার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র। পরে, কোনো চার্জ ছাড়াই উড়োজাহাজটি ব্যবহার করতে দিতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছিল কাতার সরকার। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু তার আগেই এটি ‘কাতারের পক্ষ থেকে উপহার’ বলে প্রচার করেন ডোনাল্ড ট্রাম্প।