কর ফাঁকি দেওয়া বৈধ অস্ত্রের মালিকদের খোঁজে এনবিআর
কর ফাঁকি দেওয়া বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের খোঁজে নেমেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর জরিপ বিভাগ। বৈধ অস্ত্রের মালিকদের নামের তালিকা, তাঁদের আয়, যাবতীয় সম্পদ ও আয়কর-সংক্রান্ত তথ্য ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে সব কর অঞ্চলের কমিশনারদের চিঠিও দেওয়া হয়েছে।