নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে ভোট পড়েছে ৪ হাজার ২৩০টি। আজ বুধবার প্রথম দিনে আইনজীবীদের দেওয়া ভোটের ব্যালট পেপার গণনার পর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আনিসুর রহমান।
সকাল ১০টা থেকে আইনজীবী সমিতিতে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। আগামীকাল বৃহস্পতিবারও ভোট গ্রহণ অব্যাহত থাকবে।
২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটি গঠনে টানা দুই দিন নির্বাচনের প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার আইনজীবীদের যথাসময়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্যের মধ্যে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদের প্রার্থী আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, সহসভাপতি পদে মো. আবু তৈয়ব, ট্রেজারার পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি।
সদস্য পদে এমদাদুল হক এমদান, হাফিজ আল মামুন, কাজী হুমায়ুন কবির, মাহমুদুল হাসান, আব্দুর রহমান মিয়া, মো. ইমরান হাসান, মো. মোহসিন উদ্দিন, মোহাম্মাদ মইন উদ্দিন বিপ্লব, শাহিন আহমেদ রুপম ও সুমন আহমেদ।
নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। নীল প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক (জামায়াত), সহসভাপতি পদে মো. সাহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মাদ নজরুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক পদে মোস. নারগিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম মারুফ।
নীল দলের সদস্য পদে আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন চাদ, মো. আসিফ, জাবেদ হোসেন, খালিলুর রহমান, মো. সামসুজ্জামান দিপু, মোহাম্মাদ আলী বাবু, মুক্তা বেগম ও রেজাউল হক রিয়াজ।
উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির গত বছরের (২০২৩-২৪) কার্যকরী কমিটি নির্বাচনের দ্বিতীয় দিনে কারচুপির অভিযোগ এনে বিএনপির সমর্থিত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াযন। ফলে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদেই জয়লাভ করে।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে ভোট পড়েছে ৪ হাজার ২৩০টি। আজ বুধবার প্রথম দিনে আইনজীবীদের দেওয়া ভোটের ব্যালট পেপার গণনার পর বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী সমিতির নির্বাচন কমিশনার আনিসুর রহমান।
সকাল ১০টা থেকে আইনজীবী সমিতিতে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা মধ্যাহ্ন বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। আগামীকাল বৃহস্পতিবারও ভোট গ্রহণ অব্যাহত থাকবে।
২০২৪-২৫ মেয়াদের কার্যকরী কমিটি গঠনে টানা দুই দিন নির্বাচনের প্রথম দিন শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার আইনজীবীদের যথাসময়ে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।’
নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ-সমর্থিত সাদা প্যানেল ও বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। সমিতিতে ৩০ হাজার ১২১ জন আইনজীবী সদস্যের মধ্যে ২১ হাজার ১৩৭ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের সভাপতি পদের প্রার্থী আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আনোয়ার শাহাদাত শাওন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাদা প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, সহসভাপতি পদে মো. আবু তৈয়ব, ট্রেজারার পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. মাসরাত আলী তুহিন, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান বাবু, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম মনি, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি।
সদস্য পদে এমদাদুল হক এমদান, হাফিজ আল মামুন, কাজী হুমায়ুন কবির, মাহমুদুল হাসান, আব্দুর রহমান মিয়া, মো. ইমরান হাসান, মো. মোহসিন উদ্দিন, মোহাম্মাদ মইন উদ্দিন বিপ্লব, শাহিন আহমেদ রুপম ও সুমন আহমেদ।
নীল প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম। নীল প্যানেলের অন্য পদের প্রার্থীরা হলেন সিনিয়র সহসভাপতি পদে মো. আব্দুর রাজ্জাক (জামায়াত), সহসভাপতি পদে মো. সাহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আব্দুর রশিদ মোল্লা, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মো. জহিরুল হাসান মুকুল, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মোহাম্মাদ নজরুল হোসেন (অপু), লাইব্রেরি সম্পাদক পদে মোস. নারগিস পারভীন মুক্তি, সাংস্কৃতিক সম্পাদক পদে নুরজাহান বেগম বিউটি, অফিস সম্পাদক পদে মো. আনোয়ারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ মোবারক হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান রানা এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে মো. মাজহারুল ইসলাম মারুফ।
নীল দলের সদস্য পদে আলী মোরতুজা, গাজী তানজিল আহমেদ, মো. আনোয়ার হোসেন চাদ, মো. আসিফ, জাবেদ হোসেন, খালিলুর রহমান, মো. সামসুজ্জামান দিপু, মোহাম্মাদ আলী বাবু, মুক্তা বেগম ও রেজাউল হক রিয়াজ।
উল্লেখ্য, ঢাকা আইনজীবী সমিতির গত বছরের (২০২৩-২৪) কার্যকরী কমিটি নির্বাচনের দ্বিতীয় দিনে কারচুপির অভিযোগ এনে বিএনপির সমর্থিত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াযন। ফলে একতরফা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদেই জয়লাভ করে।
রোববার (২০ জুলাই) ভোরে জহুরপুর বিওপির সীমান্ত পিলার ১৬/৫-এর কাছে ৫ জন চোরাকারবারি ভারতের অভ্যন্তরে যায়। সে সময় বিএসএফ চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে ৪ জন পালিয়ে আসে। মোহম্মদ লালচান (২৫) বিএসএফের হাতে আটক হন। পরে চোরকারবারিরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে লাশ ফেরত এনে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পদ্মা নদী
১ ঘণ্টা আগেথেমে নেই হাতি-মানুষের দ্বন্দ্ব। ৭ বছর ধরে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার দেয়াঙ পাহাড়ে অবস্থান নিচ্ছিল একদল হাতি। দিনে বা রাতে পাহাড় থেকে নেমে আসা হাতির পালের তাণ্ডবে অতিষ্ঠ দুই উপজেলার বাসিন্দারা।
১ ঘণ্টা আগেচিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় রাজধানীর চকবাজারে এক ফার্মেসি মালিককে ছুরিকাঘাত করেছে এক তরুণ। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী মো. নাহিদুল ইসলাম (৩৭)। ঘটনার তিন দিন পর হামলাকারী ওই তরুণকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা (২১)।
১ ঘণ্টা আগেনরসিংদীতে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ করার সময় মানবিক বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘জয় বাংলা’ স্লোগান দেয়। এ ঘটনায় উপস্থিত নেতা-কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি
১ ঘণ্টা আগে