নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও যে কোনো মূল্যে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।’ এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে তৎপর থাকার পরামর্শ দেন তিনি।
আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে শওকত আলী এসব কথা বলেন।
এ ছাড়াও নদী বিচ্ছিন্ন, প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ বরিশাল বিভাগের সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের তাগিদ দেন কমিশনার মো. শওকত আলী।
সভায় আগতরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও যথাযথ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি আরও যুক্ত ছিলেন—বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসানসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, আনসার ও ভিডিপি, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌ পুলিশ, কোস্টগার্ড, কারা অধিদপ্তর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
প্রসঙ্গত, এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলা এবং পিরোজপুর জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
এর মধ্যে পিরোজপুর জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও যে কোনো মূল্যে শতভাগ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে হবে।’ এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে তৎপর থাকার পরামর্শ দেন তিনি।
আজ মঙ্গলবার বরিশাল বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে শওকত আলী এসব কথা বলেন।
এ ছাড়াও নদী বিচ্ছিন্ন, প্রত্যন্ত ও দুর্গম এলাকাসহ বরিশাল বিভাগের সর্বত্র উপজেলা পরিষদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের তাগিদ দেন কমিশনার মো. শওকত আলী।
সভায় আগতরা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও যথাযথ নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় ভার্চ্যুয়ালি আরও যুক্ত ছিলেন—বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসানসহ বিভিন্ন জেলার জেলা প্রশাসক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, আনসার ও ভিডিপি, র্যাব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌ পুলিশ, কোস্টগার্ড, কারা অধিদপ্তর এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা।
প্রসঙ্গত, এবারের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলা এবং পিরোজপুর জেলার সদর, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ মে।
এর মধ্যে পিরোজপুর জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম হজ ফ্লাইটি। বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৭৭ যোগে বিজি ১৩৮ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব যাবেন। সেখানকার সময় রাত পৌনে ১০টায় বিমানটি পৌঁছানোর কথা রয়ে
২৫ মিনিট আগেবগুড়ায় বোরো ধান ঘরে তোলা শুরু হয়েছে। কিন্তু একদিকে শ্রমিক–সংকট, অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। ফলে ভালো ফলন হওয়ার পরেও কৃষকের কপালে ঘাম ঝড়ছে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় কৃষি বিভাগ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। তাই ধান কাটা ও মাড়াই কাজে বেশি দামেই শ্রমিক নিতে বাধ্য হচ্ছেন কৃষকের
২৬ মিনিট আগেরাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে এক কিশোর (১৪)। আজ শনিবার (৩ মে) বেলা পৌনে ৩টার দিকে খিলক্ষেত হোটেল লা মেরিডিয়ানসংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেশরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নটি পদ্মা নদীর মধ্যে অবস্থিত। প্রায় সাড়ে ১৭ বর্গকিলোমিটার আয়তনের চরটিতে প্রায় ৫০ হাজার মানুষের বসবাস। অধিকাংশ বাসিন্দা পদ্মার বুকে মাছ শিকার ও চরে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। এই চর ঘিরে একটি চক্র সব সময় অবৈধভাবে বালু উত্তোলনে লিপ্ত।
১ ঘণ্টা আগে