ইলিশ ধরা বন্ধে কদর বেড়েছে সাদা মাছের
ইলিশ আহরণ ও বিপণন বন্ধ থাকায় সাদা মাছের কদর বেড়েছে। স্বাভাবিকের তুলনায় বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে রুই, কাতল, মৃগেল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ। দাম বেশি হলেও ক্রেতার কমতি নেই খুচরা ও পাইকারি বাজারে।