Ajker Patrika

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৪: ২৬
Thumbnail image

চাঁদপুরের কচুয়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটনের বিরুদ্ধে সই জাল করে ১ কোটি ৪ লাখ ২০ হাজার ৭২৪ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য আয়েশা কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপায়ন দাস শুভর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন।

এ ছাড়া এই অভিযোগের অনুলিপি দিয়েছেন স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর, জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক ও কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানকে।

অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন সোনালী ব্যাংক কচুয়া শাখার ব্যবস্থাপকের সঙ্গে যোগসাজশ করে নারী ইউপি সদস্য আয়েশার সই জাল করে ২০১৭ সালের ৫ জানুয়ারি থেকে ২০২১ সালের ২১ অক্টোবর পর্যন্ত ১ কোটি ৪ লাখ ২০ হাজার ৭২৪ টাকা আত্মসাৎ করেছেন। গত ২১ অক্টোবর ব্যাংক থেকে ম্যানেজার পরিচয়ে টাকা তোলার বিষয়ে ওই নারী সদস্যকে ফোন করা হলে তিনি বিষয়টি বুঝতে পারেন।

তখন তিনি ম্যানেজারকে জানান, এটি আমার স্বাক্ষর না, এরপরেও ওই টাকার চেক পাস করেন ওই ম্যানেজার। এ নিয়ে তিনি পরে ব্যাংক থেকে জানতে পারেন গত ৫ বছরে তাঁর স্বাক্ষর জাল করে ১ কোটি ৪ লাখ ২০ হাজার ৭২৪ টাকা উত্তোলন করেছেন ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন বলেন, ‘আমি ব্যক্তিগত কোনো কাজে একটি টাকাও উঠাইনি। আর প্রতিটি চেকে ওই নারী সদস্য ছাড়াও আমার ও ইউপি সচিবের যৌথ স্বাক্ষরের মাধ্যমে এসব টাকা তোলা হয়। তাও এসব চেক আমরা প্রতিটি প্রকল্পের বিপরীতে ঠিকাদারের নামে অ্যাকাউন্ট পে-তে দিয়েছি। বিষয়টি আপনারা তদন্ত করে দেখতে পারেন।’

এ বিষয়ে জানতে কচুয়া সোনালী ব্যাংক ব্যবস্থাপক আবু বক্করকে মোবাইলে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

ইউওনও দীপায়ন দাস বলেন, ‘অভিযোগটি নিয়ে আমি উপজেলা কৃষি কর্মকর্তাকে দিয়ে তদন্ত করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত